ওয়াশিংটন, 5 নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে ! দেশের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভারতীয় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভোট দেবে আমেরিকাবাসী ৷ আগামী 4 বছরের জন্য কে হবেন হোয়াইট হাউজের বাসিন্দা ? অধীর আগ্রহে সেদিকেই নজর গোটা বিশ্বের ৷ তবে শুধু প্রেসিডেন্ট নির্বাচন নয়, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ'-এর দিকেও নজর সকলের ৷ এবার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন ভারতীয় বংশোদ্ভূত ৷ তাঁদের মধ্যে 3 জন মার্কিন কংগ্রেস নির্বাচনে এই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷
এক নজরে ভারতীয় বংশোদ্ঙূত প্রার্থী...
সুহাস সুব্রহ্মণ্যম:এই নির্বাচনে সকলের নজর 38 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রহ্মণ্যম ৷ এই মুহুর্তে ভার্জিনিয়ার স্টেট সেনেট তিনি ৷ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে ভার্জিনিয়া কংগ্রেসের পদপ্রার্থী তিনি ৷ ভার্জিনিয়ার যে এলাকায় তিনি বসবাস করেন, সেখানে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা যথেষ্টই বেশি ৷ প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে হোয়াইট হাউজে উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন ৷ হিন্দু ভারতীয়দের মধ্য়ে তাঁর যথেষ্ট গুরুত্ব রয়েছে ৷ এবারের নির্বাচনে সুহাসের জয় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ ৷
ডাঃ অমি বেরা: এবারের নির্বাচনে আর এক ভারতীয় বংশোদ্ভূত তথা ডেমোক্র্যাট প্রার্থী ডাঃ অমি বেরার জয় নিয়েও আশা রয়েছে ৷ 2013 সাল থেকে ষষ্ঠ ক্যালিফোর্নিয়া কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন 59 বছর বয়সি এই চিকিৎসক ৷ 2020 সালেও জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি ৷
প্রমিলা জয়াপাল: ডেমোক্রেটিক পার্টিতে একজন বিশিষ্ট আইন প্রণেতা হিসাবে পরিচিত প্রমিলা জয়াপাল ৷ 2017 সাল থেকে সপ্তম ওয়াশিংটন স্টেট কংগ্রেস থেকে জয়লাভ করছেন 59 বছরের প্রমিলা ৷ সুতরাং, এবারের নির্বাচনেও তাঁর জয় নিয়ে আশাবাদী রাজনৈতিক মহলের একাংশ ৷