নয়াদিল্লি, 30 জানুয়ারি: আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যে একটি সম্মেলন আয়োজন করেছিল তালিবান প্রশাসন ৷ তাতে 10টি দেশ অংশ নেয় ৷ আফগান মিডিয়া সূত্রে খবর, সেই দেশগুলির মধ্য়ে অন্যতম ছিল ভারত ৷ রিজিওনাল কোঅপারেশন ইনিশিয়েটিভ শীর্ষক এই সম্মেলনে তালিবান প্রশাসনের পক্ষ থেকে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি উপস্থিত ছিলেন ৷
2021 সালের 15 অগস্ট কাবুল দখল করে তালিবানরা ৷ পরে আফগানিস্তানে তালিবান সরকার গঠিত হয় ৷ তবে ভারত-সহ বেশ কিছু দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়নি ৷ এমনকী ভারত সরকারের সঙ্গে তালিবান প্রশাসনের সম্পর্কও তলানিতে ঠেকেছে বলেই জানা যায় ৷ এর ফলে গত বছরের অক্টোবরে ভারতে আফগানিস্তানের দূতাবাসটিও বন্ধ হয়ে গিয়েছে ৷
এর মধ্যে সোমবার তালিবানের ডাকা সম্মেলনে ভারতের যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ৷ আফগানিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত ছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিল কাজাখস্তান, তুর্কি, রাশিয়া, চিন, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইন্দোনেশিয়া এবং কিরগিজস্তান ৷ তালিবান সরকারের আঞ্চলিক সহযোগিতার সম্মেলনে রাশিয়ার তরফে উপস্থিত ছিলেন জামির কাবুলভ ৷