ব্রিটেন, 4 মে: নিজের নিয়মে নিজেই জড়ালেন মন্ত্রীমশাই! ভোটার কার্ড সঙ্গে নেই! তাই ভোটার কেন্দ্র থেকে ফিরতে হল খোদ প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ নতুন নিয়মে ভোট দিতে হলে ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে যেতে হবে ৷ তা না থাকলে সে যে-ই হোক, তাঁকে ভোট দিতে দেবে না প্রশাসন ৷ আর তাই ভোট না দিয়ে ফিরলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ কারণ তিনি ভোটার কার্ডটি নিতে ভুলে গিয়েছিলেন ৷ আর এমন আইন তো তাঁর সরকারের আমলেই হয়েছিল ৷
আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সাউথ অক্সফোর্ডশায়ারে স্থানীয় ভোট ছিল ৷ সেখানে ভোট দিতে গিয়েছিলেন প্রাক্তন কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ কিন্তু সঙ্গে তো ভোটার কার্ড নেই ৷ তাই তাঁকে ভোট দিতে দেননি আধিকারিক ৷ তখন ফিরে গিয়ে ভোটার কার্ড সঙ্গে নিয়ে আবার ভোট দিয়েছেন জনসন ৷ কহানি মে টুইস্ট যে, এই ভোটার কার্ড সঙ্গে নিয়ে ভোট দেওয়ার নিয়মটি আইন করে চালু করেছিলেন স্বয়ং জনসন ৷ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন 2022 সালের ইলেকশনস অ্যাক্ট প্রণয়ন হয় ৷ আর তা কার্যকর হয় 2023 সালের মে মাসে ৷ এর আগে ভোট দিতে নাগরিকদের নাম ও ঠিকানাই যথেষ্ট ছিল ৷