ETV Bharat / state

চা-বিস্কুট-ঘুগনি বিক্রিতে সরকারি চাকরির থেকে বেশি টাকা, মন্তব্য মুখ্যমন্ত্রীর - MAMATA BANERJEE

গরিবদের পাসে দাঁড়ান, শিল্পোদ্যোগীদের বার্তা মমতার ৷ পাশাপাশি সরকারি চাকরির সঙ্গে চা বিক্রেতার তুলনা করে কী বললেন তিনি ?

Mamata Banerjee in Malda
মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 7:38 PM IST

মালদা, 21 জানুয়ারি: মালদা জেলায় শিল্প স্থাপনে যে তাঁর নজর রয়েছে, মঙ্গলের সরকারি সভায় তার উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে এদিন সরকারি চাকরি নিয়ে তাঁর মন্তব্য যে নতুন করে বিতর্কের জন্ম দেবে, তা নিয়ে নিশ্চিত জেলার রাজনৈতিক মহল ৷

  • সরকারি চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য:

"মনে রাখবেন, পলিটেকনিক, আইটিআই বাংলায় 500টা আছে ৷ সেখান থেকে ট্রেনিং নেবেন, স্কিলড ট্রেনিং ৷ পড়াশোনার সুযোগ, ট্রেনিং-এর সুযোগ, সব সুযোগ আছে ৷ আমি তো বলব, দু'তিন লাখ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট ৷ যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায় ৷ সরকারি চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ৷ ইন্টারভিউ কল করে ৷ আপনাদের পরীক্ষা দিতে হয় ৷ ইন্টারভিউ দিতে হয় ৷ ভাইয়েরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই ৷ একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও, চা-বিস্কুট-ঘুগনি, ইনকাম খারাপ হয় না ৷ চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় ৷ কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন, আমরা 10 লাখ ছেলেমেয়েকে পলিটেকনিকে ট্রেনিং দিয়ে চাকরি করে দিয়েছি ৷ আরও কয়েক লাখ চাকরি হবে খুব শিগগিরই ৷ চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে ৷ অন্যরা অতটা জানতে পারে না ৷ মানুষ তো মহাসমুদ্র ৷ কেউ না কেউ, কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন ৷ পড়াশোনা করুন ৷ যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন ৷"

  • শিল্পদ্যোগীদের উদ্দেশ্যে মমতার বক্তব্য :

"নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংরেজবাজারে ফুড পার্ক, মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে ৷ 57 হাজারের বেশি ক্ষুদ্রশিল্পে এক লাখ মানুষ কাজ করছেন ৷ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাঁরা আছেন, অনেক কিছু হতে পারে আপনাদের এখানে ৷ একটু মাথা খাটান ৷ বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশের বর্ডার মালদা ৷ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে ৷ আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি ৷ আরও ঢেলে সাজান ৷ আর যখন বিজনেস করবেন, মনে রাখবেন, একটা হাতে প্রোজেক্ট নেবেন, আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব ৷ 10টা গরিব মানুষের ঘর করে দিন না ! বেশি টাকা লাগে না ৷ 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লাখ টাকা লাগবে ৷ এটা সিএসআর-এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে ৷ ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে, যারা সত্যিকারের গরিব ৷ এটা আমাদের তালিকার মধ্যে নয় ৷ এটা আমি এক্সট্রা করতে বলছি ৷"

মালদা, 21 জানুয়ারি: মালদা জেলায় শিল্প স্থাপনে যে তাঁর নজর রয়েছে, মঙ্গলের সরকারি সভায় তার উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে এদিন সরকারি চাকরি নিয়ে তাঁর মন্তব্য যে নতুন করে বিতর্কের জন্ম দেবে, তা নিয়ে নিশ্চিত জেলার রাজনৈতিক মহল ৷

  • সরকারি চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য:

"মনে রাখবেন, পলিটেকনিক, আইটিআই বাংলায় 500টা আছে ৷ সেখান থেকে ট্রেনিং নেবেন, স্কিলড ট্রেনিং ৷ পড়াশোনার সুযোগ, ট্রেনিং-এর সুযোগ, সব সুযোগ আছে ৷ আমি তো বলব, দু'তিন লাখ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট ৷ যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায় ৷ সরকারি চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ৷ ইন্টারভিউ কল করে ৷ আপনাদের পরীক্ষা দিতে হয় ৷ ইন্টারভিউ দিতে হয় ৷ ভাইয়েরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই ৷ একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও, চা-বিস্কুট-ঘুগনি, ইনকাম খারাপ হয় না ৷ চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় ৷ কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন, আমরা 10 লাখ ছেলেমেয়েকে পলিটেকনিকে ট্রেনিং দিয়ে চাকরি করে দিয়েছি ৷ আরও কয়েক লাখ চাকরি হবে খুব শিগগিরই ৷ চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে ৷ অন্যরা অতটা জানতে পারে না ৷ মানুষ তো মহাসমুদ্র ৷ কেউ না কেউ, কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন ৷ পড়াশোনা করুন ৷ যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন ৷"

  • শিল্পদ্যোগীদের উদ্দেশ্যে মমতার বক্তব্য :

"নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংরেজবাজারে ফুড পার্ক, মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে ৷ 57 হাজারের বেশি ক্ষুদ্রশিল্পে এক লাখ মানুষ কাজ করছেন ৷ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাঁরা আছেন, অনেক কিছু হতে পারে আপনাদের এখানে ৷ একটু মাথা খাটান ৷ বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশের বর্ডার মালদা ৷ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে ৷ আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি ৷ আরও ঢেলে সাজান ৷ আর যখন বিজনেস করবেন, মনে রাখবেন, একটা হাতে প্রোজেক্ট নেবেন, আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব ৷ 10টা গরিব মানুষের ঘর করে দিন না ! বেশি টাকা লাগে না ৷ 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লাখ টাকা লাগবে ৷ এটা সিএসআর-এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে ৷ ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে, যারা সত্যিকারের গরিব ৷ এটা আমাদের তালিকার মধ্যে নয় ৷ এটা আমি এক্সট্রা করতে বলছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.