ETV Bharat / state

বেঙ্গল সাফারি পার্কে পুলিশ ফাঁড়ি, 10 বছর পূর্তিতে উপহার শিলিগুড়ি কমিশনারেটের - 10 YEARS OF BENGAL SAFARI PARK

আইনশৃঙ্খলায় নজরদারিতে বাইক পেট্রোলিংয়ের কথা জানালেন কমিশনার ৷ সাফারি পার্কের উন্নতিতে অবদানের জন্য পুরস্কৃত কর্মীরা ৷

10 YEARS OF BENGAL SAFARI PARK
10 বছর পূরণ করল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ৷ (ছবি- নিজস্ব ও ফাইল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 8:03 PM IST

দার্জিলিং, 21 জানুয়ারি: 10 বছর পূরণ করল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ৷ আর 10 বছর পূর্তিতে সাফারি পার্ককে বিশেষ উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ৷ সাফারি পার্কের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি ৷ এর জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষকে একটি আবেদন জমা দিতে বলেছেন কশিনার ৷

10 বছর পূর্তি উদযাপনে মঙ্গলবার বেঙ্গল সাফারি পার্কে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ৷ উপস্থিত ছিলেন, বন দফতরের উত্তর-পশ্চিম টেরিটোরির মুখ্য বনপাল পিআর প্রধান, জলদাপাড়ার অ্যাসোসিয়েট অফিসার অলোক শর্মা, ডিরেক্টর ই বিজয় কুমার, সহকারী ডিরেক্টর অভিষেক চৌধুরী-সহ অন্যান্যরা ৷

10 বছর পূর্তি বেঙ্গল সাফারির (নিজস্ব ভিডিয়ো)

সেখানেই শিলিগুড়ির কমিশনার জানান, "পর্যটকদের দারুণ আকর্ষণের জায়গা বেঙ্গল সাফারি ৷ সেজন্য আইনশৃঙ্খলার স্বার্থে আমরা একটা আউট পোস্ট তৈরির প্রস্তাব চেয়েছি ৷ প্রস্তাব দিলে সেইমতো কাজ করা হবে ৷ পাশাপাশি, জায়গাটি অনেকটা বড় ৷ সেকারণে বাইক পেট্রোলিংয়েরও ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে ৷"

10 YEARS OF BENGAL SAFARI PARK
বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘ ৷ (ফাইল চিত্র)

বেঙ্গল সাফারি পার্কে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য পার্কের পাশেই বন দফতরের কোয়ার্টারে দু-তিনজন পুলিশ কর্মীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে, এবার ভোরের আলো পর্যটন কেন্দ্রের মতো, সাফারি পার্কের জন্য আলাদা আউট পোস্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ আউট পোস্টে একজন অফিসার, দু’জন এসআই, তিন বা চারজন এএসআই, ছয় জন কনস্টেবল এবং 4-5 জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন রাখার প্রস্তাব দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

10 YEARS OF BENGAL SAFARI PARK
বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ (ফাইল চিত্র)

এ দিনের অনুষ্ঠানে পার্কের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মীদের অবদান ও আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় ৷ মুখ্য বনপাল পিআর প্রধান বেঙ্গল সাফারির এক দশকের ইতিহাস নিয়ে বলেন, "2009 সালে শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর ডিভিশনের ওই জায়গাটিকে বন দফতরের তরফে একটি পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ পরে সেটিকে ঘিরে সোরিয়া পার্ক করা হয় ৷ এরপর 2012 সালে পার্কটিতে বেঙ্গল সাফারি তৈরির উদ্যোগ নেওয়া হয় ৷ 2014 সালে কাজ শেষ হওয়ার পর, 2015 সাল থেকে এখানে সাফারি শুরু হয় ৷"

10 YEARS OF BENGAL SAFARI PARK
বেঙ্গল সাফারি পার্কে সিংহী তনয়া ৷ (ফাইল চিত্র)

বেঙ্গল সাফারি পার্ক 396 হেক্টর জমিতে বিস্তৃত রয়েছে ৷ সেখানে প্রথমে মাত্র দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিস ও শীলাকে দিয়ে যাত্রা শুরু হয়েছিল ৷ পরে জলদাপাড়া থেকে হাতি সাফারির জন্য লক্ষ্মী ও উর্মিলাকে নিয়ে আসা হয় (গতবছর 15 নভেম্বর মৃত্যু হয়েছে 68 বছরের লক্ষ্মীর) ৷ বছরখানেক পরে পার্কে যোগ হয় কানহেলা নামে একটি গন্ডার ৷

10 Years of Bengal Safari Park
বেঙ্গল সাফারি পার্কের 10 বছর পূর্তি উদযাপন আধিকারিকদের ৷ (নিজস্ব ছবি)

সেখান থেকে এখন পার্কে 61টি প্রজাতির মোট 834টি প্রাণী রয়েছে ৷ যার মধ্যে 34টি লুপ্তপ্রায় প্রজাতির প্রাণী আছে ৷ পার্কটি টাইগার ব্রিডিং ও কনজারভেশনে ব্যাপক সাড়া ফেলেছে ৷ দু’টি বাঘ থেকে বর্তমানে পার্কে বাঘের সংখ্যা এগারোয় পৌঁছেছে ৷ এছাড়াও, আটটি বাঘকে অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ৷ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সিংহ সাফারিও শুরু হওয়ার কথা রয়েছে ৷ সেটা শুরু হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ৷

দার্জিলিং, 21 জানুয়ারি: 10 বছর পূরণ করল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ৷ আর 10 বছর পূর্তিতে সাফারি পার্ককে বিশেষ উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ৷ সাফারি পার্কের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি ৷ এর জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষকে একটি আবেদন জমা দিতে বলেছেন কশিনার ৷

10 বছর পূর্তি উদযাপনে মঙ্গলবার বেঙ্গল সাফারি পার্কে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ৷ উপস্থিত ছিলেন, বন দফতরের উত্তর-পশ্চিম টেরিটোরির মুখ্য বনপাল পিআর প্রধান, জলদাপাড়ার অ্যাসোসিয়েট অফিসার অলোক শর্মা, ডিরেক্টর ই বিজয় কুমার, সহকারী ডিরেক্টর অভিষেক চৌধুরী-সহ অন্যান্যরা ৷

10 বছর পূর্তি বেঙ্গল সাফারির (নিজস্ব ভিডিয়ো)

সেখানেই শিলিগুড়ির কমিশনার জানান, "পর্যটকদের দারুণ আকর্ষণের জায়গা বেঙ্গল সাফারি ৷ সেজন্য আইনশৃঙ্খলার স্বার্থে আমরা একটা আউট পোস্ট তৈরির প্রস্তাব চেয়েছি ৷ প্রস্তাব দিলে সেইমতো কাজ করা হবে ৷ পাশাপাশি, জায়গাটি অনেকটা বড় ৷ সেকারণে বাইক পেট্রোলিংয়েরও ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে ৷"

10 YEARS OF BENGAL SAFARI PARK
বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘ ৷ (ফাইল চিত্র)

বেঙ্গল সাফারি পার্কে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য পার্কের পাশেই বন দফতরের কোয়ার্টারে দু-তিনজন পুলিশ কর্মীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে, এবার ভোরের আলো পর্যটন কেন্দ্রের মতো, সাফারি পার্কের জন্য আলাদা আউট পোস্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ আউট পোস্টে একজন অফিসার, দু’জন এসআই, তিন বা চারজন এএসআই, ছয় জন কনস্টেবল এবং 4-5 জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন রাখার প্রস্তাব দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

10 YEARS OF BENGAL SAFARI PARK
বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ (ফাইল চিত্র)

এ দিনের অনুষ্ঠানে পার্কের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মীদের অবদান ও আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় ৷ মুখ্য বনপাল পিআর প্রধান বেঙ্গল সাফারির এক দশকের ইতিহাস নিয়ে বলেন, "2009 সালে শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর ডিভিশনের ওই জায়গাটিকে বন দফতরের তরফে একটি পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ পরে সেটিকে ঘিরে সোরিয়া পার্ক করা হয় ৷ এরপর 2012 সালে পার্কটিতে বেঙ্গল সাফারি তৈরির উদ্যোগ নেওয়া হয় ৷ 2014 সালে কাজ শেষ হওয়ার পর, 2015 সাল থেকে এখানে সাফারি শুরু হয় ৷"

10 YEARS OF BENGAL SAFARI PARK
বেঙ্গল সাফারি পার্কে সিংহী তনয়া ৷ (ফাইল চিত্র)

বেঙ্গল সাফারি পার্ক 396 হেক্টর জমিতে বিস্তৃত রয়েছে ৷ সেখানে প্রথমে মাত্র দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিস ও শীলাকে দিয়ে যাত্রা শুরু হয়েছিল ৷ পরে জলদাপাড়া থেকে হাতি সাফারির জন্য লক্ষ্মী ও উর্মিলাকে নিয়ে আসা হয় (গতবছর 15 নভেম্বর মৃত্যু হয়েছে 68 বছরের লক্ষ্মীর) ৷ বছরখানেক পরে পার্কে যোগ হয় কানহেলা নামে একটি গন্ডার ৷

10 Years of Bengal Safari Park
বেঙ্গল সাফারি পার্কের 10 বছর পূর্তি উদযাপন আধিকারিকদের ৷ (নিজস্ব ছবি)

সেখান থেকে এখন পার্কে 61টি প্রজাতির মোট 834টি প্রাণী রয়েছে ৷ যার মধ্যে 34টি লুপ্তপ্রায় প্রজাতির প্রাণী আছে ৷ পার্কটি টাইগার ব্রিডিং ও কনজারভেশনে ব্যাপক সাড়া ফেলেছে ৷ দু’টি বাঘ থেকে বর্তমানে পার্কে বাঘের সংখ্যা এগারোয় পৌঁছেছে ৷ এছাড়াও, আটটি বাঘকে অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ৷ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সিংহ সাফারিও শুরু হওয়ার কথা রয়েছে ৷ সেটা শুরু হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.