গরিয়াবান্দ, 21 জানুয়ারি: নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে কমপক্ষে 16 জন মাওবাদী সদস্যের ৷ তাঁদের মধ্যে একজন মাওবাদী নেতা রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি ৷ সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছিল এক কোটি টাকা ৷ তিনি নকশাল কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় আধিকারিক ছিলেন ৷ মাওবাদী নেতা কিষেণজির পর এত বড় মাপের নেতা নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে নিকেশ হল ৷
এই এনকাউন্টার হয়েছে সোমবার গভীর রাতে ও মঙ্গলবার ভোরে ওড়িশা সীমানার কাছে ছত্তিশগড়ের গারিয়াবন্দ জেলার জঙ্গলে ৷ মঙ্গলবার দু'রাজ্যের পুলিশ বাহিনীর তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ রাইপুর জোনের ইনস্পেক্টর জেনারেল (আইজি) অম্বরীশ মিশ্র জানান, 16 জন মৃত মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে ৷ তিনি বলেন, "একটি একে-47, এসএলআর, ইনসাস-সহ বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে ৷"
गरियाबंद जिले के मैनपुर थाना अंतर्गत कुल्हाड़ीघाट क्षेत्र में सुरक्षाबलों की नक्सलियों के साथ रविवार रात से अब तक जारी मुठभेड़ में 10 से अधिक नक्सलियों के मारे जाने की खबर है।
— Vishnu Deo Sai (@vishnudsai) January 21, 2025
मार्च 2026 तक देश-प्रदेश में नक्सलवाद के खात्मे के यशस्वी प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी एवं माननीय…
গরিয়াবান্দের এসপি নিখিল রাখেচা বলেন, "গরিয়াবান্দের মাওবাদী নিকেশ অভিযানটি গ্রুপ E30, কোবলা ব্যাটেলিয়ন 207, সিআরপিএফ ব্যাটেলিয়নস 65 এবং 211 এবং এলওজি নুয়াপাড়া (ওড়িশা) একসঙ্গে করেছে ৷ মাওবাদীদের বহু শীর্ষস্থানীয় নেতা খতম হয়েছে ৷" মৃত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
সোমবার ভোরে দুই মাওবাদী মহিলার মৃত্যু হয় এনকাউন্টারে ৷ পাশাপাশি এক কোবরা জওয়ানও একই এনকাউন্টারে জখম হন ৷ এসপি নিখিল রাখেচা জানান, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ছত্তিশগড়ের কোবরা এবং ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এই এনকাউন্টার করেছে ৷
পুলিশের উচ্চাধিকারিক আরও জানান, সোমবার সন্ধ্যা থেকে মাওবাদী বিরোধী অভিযান শুরু হয় মৈনপুর থানা এলাকার আওতায় থাকা জঙ্গলে ৷ তিনি বলেন, "তল্লাশি অভিযানে গোলাগুলি চালানো বন্ধ হওয়ার পর দু'জন মহিলা মাওবাদীর দেহ উদ্ধার হয় ৷ মৃত মাওবাদীদের অস্ত্রশস্ত্রগুলিও বাজেয়াপ্ত করা হয় ৷ তাঁদের শনাক্তকরণের প্রক্রিয়াও হয়েছে ৷ একজন কোবরা সেনা গুলিতে জখম হন ৷ রাইপুরে তাঁর চিকিৎসা চলছে ৷"