ঢাকা, 29 ডিসেম্বর:বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে করাচি থেকে এলো জাহাজ। কী আছে তাতে? জানলে চোখ কপালে উঠবে। এ নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছে আওয়ামী লিগ। তাতে দেখা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের থাকা জাহাজ থেকে বিপুল পরিমাণ বোঝাই করা রয়েছে বিস্ফোরক ৷ করাচি থেকে আসা জাহাজটি থেকে নামানো হয়েছে বহু কন্টেনারও । তার মধ্যে লেখা 'এক্সপ্লোসিভ[' ৷ এসমস্ত কিছুই জানা গিয়েছে বাংলাদেশে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লিগের পোস্ট থেকে ৷
এছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে তলে তলে কি অন্য কোনও ফন্দি আঁটছে বাংলাদেশ? আওয়ামী লিগের তরফে করা পোস্টে লেখা হয়েছে, "গত 21 ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝং' নামের একটি জাহাজ। পাকিস্তানের করাচি থেকে জাহাজটি আসে। সেই জাহাজ থাকা কন্টেনারগুলি থেকে একটিতে পাওয়া যায় 'সেসমিক ইমালশন এক্সপ্লোসিভ'। আওয়ামী লিগের অভিযোগ, পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে বিস্ফোরকগুলি আনা হয়েছে ৷