তেল আবিব, 18 জানুয়ারি: দীর্ঘ 15 মাসের যুদ্ধের অবসান কবে ? একের পর এক ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রশ্নই ঘুরছিল বিশ্বাবাসীর মনে ৷ অবশেষে মিলল উত্তর ৷ যুদ্ধবিরতির চুক্তিতে হামাসদের সমস্ত শর্ত মেনে নিয়েছে ইজরায়েলের কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ রবিবার থেকেই বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে দু'তরফে ৷ স্থানীয় ইজরায়েলি সংবাদ সংস্থা 'টাইমস্ অফ ইজরায়েল' শনিবার এমনটাই জানিয়েছে ৷
অবশ্য শুক্রবার ভোরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতির চুক্তি মেনে বন্দিদের মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে হামাস ৷ যুদ্ধে ইতি টানতে তাদের শর্তগুলি নিয়ে এদিন সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকে বসবে ৷ বৈঠকে নিরাপত্তা পরিষদে হামাসদের শর্তগুলি নিয়ে আলোচনার পরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই মতো শুক্রবার গভীর রাত পর্যন্ত ইজরায়েলের মন্ত্রিসভার বৈঠক হয় ৷ বৈঠকের পর শনিবার ভোররাতে ইজরায়েলি সরকারের তরফে জানানো হয়, দীর্ঘ 15 মাসের যুদ্ধে ইতি টানতে প্রস্তুত ইহুদি রাষ্ট্রটি ৷ সেই কারণে, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে হামাসদের শর্তগুলিতে সিলমোহর দেওয়া হয়েছে ৷
Following an evaluation of all diplomatic, security and humanitarian aspects, and while understanding that the proposed deal supports the achievement of the objectives of the war, the Security Cabinet has recommended that the Government approve the proposed framework.
— Prime Minister of Israel (@IsraeliPM) January 17, 2025
সূত্রের খবর, হামাসের শর্তের পক্ষে 24টি ও বিপক্ষে 8টি ভোট পড়ে মন্ত্রিসভায় ৷ রবিবার সকাল থেকে এই চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে একে অপরের বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে দেবে দুই দেশ ৷ উল্লেখ্য, ইজরায়েলি মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে প্যালেস্তিনিয় নিরাপত্তারক্ষীদের মুক্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়েরও করা যাবে ৷ যদিও এই বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ আদালত ৷
উল্লেখ্য, প্রথম পর্যায়ে 33 জন বন্দিকে মুক্তি দেবে হামাস, তা আগেই জানিয়ে দিয়েছিল ৷ যদিও এদের মধ্যে ক'জন জীবিত রয়েছে, সেই সম্পর্কে কোনও পরিষ্কার ধারনা নেই ইজরায়েলের কাছে ৷ মুক্তির 24 ঘণ্টা আগে বন্দিদের সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ ইজরায়েলের দাবি, এই মুহূর্তে 65 জন বন্দি রয়েছে গাজায় ৷ তাদের মধ্য়ে 33 জনকে ছেড়ে দেওয়ার পর বাকিদের ফেরানোর প্রসঙ্গে ফের আলোচনা শুরু করা হবে ৷
গত 2023 সালের অক্টোবরে হামাসের অতর্কিত হামলায় ইজরায়েলে 1 হাজার 210 জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক ৷ অন্যদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গাজার ইজরায়েলের পাল্টা হামলার জেরে 46 হাজার 707 মানুষের মৃত্যু হয়েছে ৷ এক্ষেত্রেও মৃতদের অধিকাংশই সাধারণ নাগরিক ৷