পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা ! মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি ভয়ঙ্কর

ইজরায়েলি হানায় নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ৷ সেই ঘটনার জবাবে এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালাল হিজবুল্লা ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

ISRAEL HEZBOLLAH CONFLICT
নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা ! (ফাইল চিত্র)

জেরুজালেম, 19 অক্টোবর: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ! সম্প্রতি ইজরায়েলি হানায় মারা গিয়েছেন হামাসের শীর্ষনেতা ইয়াহিয়া সিনওয়ার ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য় করে ড্রোন হামলা চালাল হিজবুল্লা ৷

ইজরায়েলি সেনার তরফে প্রকাাশিত বিবৃতি অনুযায়ী, শনিবার লেবানন থেকে ড্রোন নিক্ষেপ করা হয় ৷ তবে প্রধানমন্ত্রী বাসভবনের কোনও ক্ষতি হয়নি ৷ তাঁর বাড়ির খানিক দূরে হয় বিস্ফোরণটি ৷ হামলায় কোনও হতাহত হয়নি বলে আইডিএফ-এর তরফে জানা গিয়েছে ৷

হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেই বিবৃতি অনুযায়ী, শনিবার সকালে দক্ষিণ হাইফার সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনের এলাকায় 3টি ড্রোন হামলা করা হয় ৷ প্রথম দুটি ড্রোনকে ধ্বংস করে দেয় আইডিএফ ৷ তৃতীয় ড্রোনটি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে খানিক দূরে গিয়ে বিস্ফোরণ ঘটায় ৷

হামলার সময় প্রধানমন্ত্রী কিংবা তাঁর স্ত্রী কেউই বাড়িতে না-থাকায় বড়সড় কোনও ক্ষতি হয়নি ৷ সেই সঙ্গে, ফাঁকা বাড়ির উপর ড্রোনটির বিস্ফোরণ ঘটায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

সিনওয়ারের মৃত্যুর পর যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নেবে, তার খানিকটা আঁচ পাওয়া গিয়েছিল আগেই ৷ যদিও এদিনের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি ৷ তবে শুক্রবার হিজবুল্লার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, তারা বড় হামলার পরিকল্পনা করছে ৷ যুদ্ধের ঝাঁঝ বাড়াতে তারা গাইডেড মিসাইল ও ড্রোন নিয়ে হামলা চালাবে ৷ ফলে এদিনের এই হামলার পর তাদেরকেই কাঠগোড়ায় তোলা হয়েছে ৷

তবে শুধু সিজারিয়াতেই নয়, জানা গিয়েছে এদিন সকাল থেকে তিবেরিয়া ও ইজরায়েলের আশপাশের এলাকা লক্ষ্য় করে একাধিক ড্রোন হামলা চালানো হয় ৷ তেল আবিব ও শহরের উত্তরাঞ্চলে হামলার সতর্কতা সাইরেনও শোনা যায় ৷ যদিও সেখানে কোনও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি ৷

এদিকে, এই হামলার কয়েকঘণ্টা আগে গাজার মানুষের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা দেন নেতানিয়াহু ৷ তিনি বলেন, "যুদ্ধ আগামিকালই শেষ হয়ে যেতে পারে। যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং আমাদের পণবন্দিদের ফিরিয়ে দেয়।" তবে পণবন্দিদের ছেড়ে দেওয়া তো দূরের কথা সিনওয়ার মৃত্যুতে হামাস ও হেজবোল্লা হুঁশিয়ারি দিয়েছিল, "যুদ্ধের নতুন অধ্যায় শুরু হবে।"

আরও পড়ুন:

লাদেনের মতো ছক কষে হত্যা হামাস নেতা সিনওয়ারকে, বিবৃতি বাইডেন-নেতানিয়াহু'র

ইজরায়েলের বিমান হানায় হামাসের শীর্ষনেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা !

ABOUT THE AUTHOR

...view details