অটোয়া, 12 মে:খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় আরও এক ভারতীয়কে গ্রেফতার করল কানাডা প্রশাসন ৷ ধৃতের নাম অমরদীপ সিং ৷ বয়স 22 বছর ৷ কানাডার তিনটি এলাকায় তাঁর বাসস্থানের হদিশ পাওয়া গিয়েছে ৷ কানাডা পুলিশের দাবি, ব্রাম্পটন, সারে এবং অ্যাবটস্ফর্ডের বাসিন্দা তিনি ৷ তাঁর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷
শনিবার ঘটনাটি সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) ৷ বিবৃতিতে সংস্থার দায়িত্বপ্রাপ্ত অফিসার সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার বলেছেন, "হরদীপ সিং নিজ্জর মামলার তদন্তে উঠে এসেছে অমরদীপ সিং-র নাম ৷ তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷" আইএইচআইটি-র তথ্য অনুযায়ী, 11 মে গ্রেফতার করা হয়েছে অমরদীপকে ৷ বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পিল রিজিওনাল পুলিশের হেফাজতে ছিলেন তিনি ৷