ওয়াশিংটন, 30 জানুয়ারি:জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে বিল পেশ করা হল মার্কিন সেনেটে ৷ রিপাবলিকান সেনেটরদের একটি প্রতিনিধি দল এই বিল পেশ করেছে, যাতে অবৈধ অভিবাসী এবং অভিবাসী না হয়েও অস্থায়ী ভিসায় আমেরিকায় বসবাসকারী মানুষদের জন্মগত নাগরিকত্ব সীমিত করা যায় ।
বিলের উত্থাপনকারী সেনেটর লিন্ডসে গ্রাহাম, টেড ক্রুজ এবং কেটি ব্রিট ৷ তাঁদের মতে, জন্মগত নাগরিকত্বের অপব্যবহারই অবৈধ অভিবাসনের একটি মূল কারণ এবং এই অধিকার জাতীয় নিরাপত্তাকেও দুর্বল করে । তাঁরা বলেছেন, জন্মগত নাগরিকত্বের উপর কোনও বিধিনিষেধ নেই, বিশ্বের এমন মাত্র 33টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপ্রধানের ক্ষমতা হাতে নিয়ে প্রথম দিনেই এই নিয়ে একটি প্রশাসনিক নির্দেশ জারি করেছেন, যেটা ওয়াশিংটনের একজন ফেডারেল জাজ আটকে রেখেছেন ৷ তার জন্যই এ বিষয়ে আইন প্রণয়নের পথে হাঁটা হচ্ছে ৷
সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের রিপোর্ট বলছে, 2023 সালে অবৈধ অভিবাসীদের 2,25,000 থেকে 2,50,000 সন্তানের জন্ম হয়েছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মানো শিশুদের প্রায় সাত শতাংশ । গ্রাহাম বলেন, জন্মগত নাগরিকত্বের নীতি পরিবর্তন করা আমেরিকার জন্য অনেক আগেই প্রয়োজন ছিল, কারণ এর অপব্যবহার নানাভাবে হচ্ছে ।