পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কয়েকশো কোটি ডলারের দুর্নীতির অভিযোগ, হাসিনার বিরুদ্ধে তদন্ত - ROOPPUR NUCLEAR POWER PLANT SCAM

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হল শেখ হাসিনা, তাঁর ছেলে জয় এবং তাঁর ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে ৷

President Putin and PM Sheikh Hasina
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি সৌজন্য: ক্রেমলিনের ওয়েবসাইট)

By PTI

Published : Dec 24, 2024, 10:22 PM IST

ঢাকা, 24 ডিসেম্বর: পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করতে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যরা ৷ এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুর্নীতি-বিরোধী প্যানেল ৷

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট তৈরিতে 5 বিলিয়ন (500 কোটি) মার্কিন ডলারের দুর্নীতি হয়েছে ৷ তাতে জড়িত স্বয়ং শেখ হাসিনা এবং তাঁর পরিবার ৷ রূপপুরে এই পারমাণবিক প্রকল্পটি বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ৷

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি সৌজন্য: ক্রেমলিনের ওয়েবসাইট)

প্রধানত এই প্ল্যান্টটি তৈরি করছে রাশিয়ার সরকারি সংস্থা রোসাটোম ৷ এছাড়া একাধিক ভারতীয় সংস্থাও এই প্ল্যান্ট নির্মাণের সঙ্গে জড়িত ছিল ৷ রাজধানী ঢাকা থেকে 160 কিমি পশ্চিমে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ৷

এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার রোসাটোম ৷ এই বিষয়ে তারা একটি বিবৃতিও জারি করেছে ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, "রূপপুর এনপিপি প্রজেক্ট নিয়ে মিডিয়ায় যে খবরগুলি প্রকাশিত হয়েছে, রোসাটোম স্টেট কর্পোরেশন তা অস্বীকার করেছে ৷ রোসাটোম স্টেট কর্পোরশেন আদালতে নিজের মর্যাদা রক্ষার লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ রূপপুর এনপিপি প্রজেক্টকে কালিমালিপ্ত করতে মিডিয়ায় মিথ্যা খবর রটানো হচ্ছে ৷ এই প্রজেক্ট দেশের বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমস্যার সমাধানে তৈরি হয়েছিল ৷ বাংলাদেশের মানুষের ভালো থাকার স্বার্থেই সমস্তটা হয়েছিল ৷"

এদিন বাংলাদেশের সংবাদমাধ্যম 'দ্য ডেইলি স্টার' ব্রিটেনের সংবাদমাধ্যম 'দ্য সানডে টাইমস'কে উদ্ধৃত করে জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করেছে ক্যাবিনেট অফিস টিম ৷ তিনি বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে রূপপুর পারমাণবিক প্ল্যান্টের জন্য হাসিনা সরকারের হয়ে তিনি রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন ৷ এই মধ্যস্থতা বাবদ কয়েক কোটি টাকা আত্মসাৎও করেছেন। এমনটাই অভিযোগ ৷

গত বৃহস্পতিবার আধিকারিকরা তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে জিজ্ঞাসবাদ করেন বলে দাবি ওই সংবাদপত্রের ৷ ব্রিটেনের ক্যাবিনেট কার্যালয়ের তরফে জানানো হয়, মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ দ্য ডেইলি স্টার জানিয়েছে, তিনি হ্যাম্পস্টেড এবং হাইগেট কেন্দ্রের জনপ্রতিনিধি ৷ তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ৷

এদিকে বাংলাদেশের হাইকোর্ট অ্যান্টি-করাপশন কমিশনকে (এসিসি) প্রশ্ন করে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট (এনপিপি) থেকে মালয়েশিয়ার একটি ব্যাঙ্কে 5 বিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরিত করেছেন শেখ হাসিনা, তাঁর ছেলে জয় এবং ভাগ্নি টিউলিপ ৷ এই আর্থিক লেনদেনকে কেন বেআইনি বলে ঘোষণা করা হচ্ছে না ?

রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের দুর্নীতির বিষয়টি প্রথম সামনে আনেন ববি হাজাজ ৷ তিনি আওয়ামি বিরোধী ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এর (এনডিএম) চেয়ারম্যান ৷ এর দু'দিন পরেই শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করল এসিসি ৷

গত 5 অগস্ট বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন 77 বছর বয়সি শেখ হাসিনা ৷ তাঁকে প্রত্যর্পণ করার কথা জনিয়েছেভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশের ইউনুস প্রশাসন ৷ তাঁর ছেলে জয় আমেরিকায় বাস করেন ৷ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ তিনি ছাড়াও তাঁর মন্ত্রিসভার পরামর্শদাতা, সেনার আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details