ETV Bharat / state

যুব দিবসে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা ফিরহাদের - NATIONAL YOUTH DAY 2025

যুব দিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে গিয়ে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিলেন ফিরহাদ হাকিম ৷

ETV BHARAT
দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা ফিরহাদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 3:55 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: যুব দিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে গিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে চেতলায় বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে নেতাদের বিরুদ্ধে দলের পদক্ষেপ করা নিয়ে তাঁকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় । সেখানেই দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়টির উপর বাড়তি গুরুত্ব দেন ফিরহাদ ।

এদিন ফিরহাদ হাকিম বলেন, "দল-শৃঙ্খলাবদ্ধ । তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বতে বিশ্বাস করে । দলে আমরা ঐক্যবদ্ধ থাকব । দুই-এক জন যাঁরা দলের সেই নীতি এবং ঐক্যবদ্ধতায় ফাটল ধরানোর চেষ্টা করেন বা স্বেচ্ছাচারিতার চেষ্টা করেন - দল ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ।"

সাম্প্রতিক সময়ে প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করার পর তিনি এই নিয়ে মুখ খুলে বলেন, তিনি কোনও দলবিরোধী কাজ করেননি । এদিন সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফিরহাদ হাকিমকে । যদিও ফিরহাদ এ বিষয়ে কোনও মন্তব্য এড়িয়ে গিয়েছেন । সরাসরি বলেছেন, কারও নাম করে তিনি কোনও মন্তব্য করতে চান না ।

তবে সাম্প্রতিক সময়ে যেভাবে দলীয় নেতৃত্বের একাংশ নানাভাবে মন্তব্য করে দলকে বিড়ম্বনার মধ্যে ফেলেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, "দলে একটি শৃংখলারক্ষা কমিটি আছে । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সর্বত্র নজর রাখেন এবং সেই মতোই দল চলে । ফলে শৃঙ্খলা সকলকে মানতে হবে । এই নিয়ে কে কী বলল, তার কোনও তাৎপর্য নেই আমাদের দলে ।"

এদিন সকলকে একসঙ্গে চলার বার্তাও দিয়েছেন ফিরহাদ । তিনি বলেন, "আগামী দিনে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে । তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় আছে, সেটা শুধু দেখলে হবে না। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে আমরণ লড়াই করেছে । জনগণের জন্য লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করেছেন, যেভাবে তাঁর উপর বিভিন্ন সময়ে আঘাত নেমে এসেছে, তাতে যে কোনও সময় জীবনহানি হতে পারত তাঁর । অনেকবার চেষ্টা হয়েছে । হয়তো ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, বাংলার মানুষকে সেবা করার জন্যই । সেখানে যাঁরা স্বেচ্ছাচারিতা করেন, তাঁরা দলের আদর্শের পরিপন্থী হিসাবে কাজ করেন ৷"

ফিরহাদের বার্তা, "আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল আদর্শ, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল - মানুষের স্বার্থে কাজ করতে হবে । মানুষকে সবার উপরে দেখতে হবে ।"

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে তার অন্যতম অংশও হলেন ফিরহাদ হাকিম ।

কলকাতা, 12 জানুয়ারি: যুব দিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে গিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে চেতলায় বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে নেতাদের বিরুদ্ধে দলের পদক্ষেপ করা নিয়ে তাঁকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় । সেখানেই দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়টির উপর বাড়তি গুরুত্ব দেন ফিরহাদ ।

এদিন ফিরহাদ হাকিম বলেন, "দল-শৃঙ্খলাবদ্ধ । তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বতে বিশ্বাস করে । দলে আমরা ঐক্যবদ্ধ থাকব । দুই-এক জন যাঁরা দলের সেই নীতি এবং ঐক্যবদ্ধতায় ফাটল ধরানোর চেষ্টা করেন বা স্বেচ্ছাচারিতার চেষ্টা করেন - দল ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ।"

সাম্প্রতিক সময়ে প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করার পর তিনি এই নিয়ে মুখ খুলে বলেন, তিনি কোনও দলবিরোধী কাজ করেননি । এদিন সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফিরহাদ হাকিমকে । যদিও ফিরহাদ এ বিষয়ে কোনও মন্তব্য এড়িয়ে গিয়েছেন । সরাসরি বলেছেন, কারও নাম করে তিনি কোনও মন্তব্য করতে চান না ।

তবে সাম্প্রতিক সময়ে যেভাবে দলীয় নেতৃত্বের একাংশ নানাভাবে মন্তব্য করে দলকে বিড়ম্বনার মধ্যে ফেলেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, "দলে একটি শৃংখলারক্ষা কমিটি আছে । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সর্বত্র নজর রাখেন এবং সেই মতোই দল চলে । ফলে শৃঙ্খলা সকলকে মানতে হবে । এই নিয়ে কে কী বলল, তার কোনও তাৎপর্য নেই আমাদের দলে ।"

এদিন সকলকে একসঙ্গে চলার বার্তাও দিয়েছেন ফিরহাদ । তিনি বলেন, "আগামী দিনে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে । তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় আছে, সেটা শুধু দেখলে হবে না। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে আমরণ লড়াই করেছে । জনগণের জন্য লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করেছেন, যেভাবে তাঁর উপর বিভিন্ন সময়ে আঘাত নেমে এসেছে, তাতে যে কোনও সময় জীবনহানি হতে পারত তাঁর । অনেকবার চেষ্টা হয়েছে । হয়তো ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, বাংলার মানুষকে সেবা করার জন্যই । সেখানে যাঁরা স্বেচ্ছাচারিতা করেন, তাঁরা দলের আদর্শের পরিপন্থী হিসাবে কাজ করেন ৷"

ফিরহাদের বার্তা, "আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল আদর্শ, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল - মানুষের স্বার্থে কাজ করতে হবে । মানুষকে সবার উপরে দেখতে হবে ।"

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে তার অন্যতম অংশও হলেন ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.