ETV Bharat / international

ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথে ভারতের প্রতিনিধি জয়শঙ্কর - DONALD TRUMP SWEARING IN

ট্রাম্পের শপথগ্রহণের জন্য সফরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী ৷ বৈঠকের সম্ভাবনা বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৷

DONALD TRUMP SWEARING IN
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথে ভারতের প্রতিনিধি এস জয়শঙ্কর ৷ (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jan 12, 2025, 3:55 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি: ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ আগামী 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ৷ এই সফরে ট্রাম্প প্রশাসনের আসন্ন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী ৷

এ দিন বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "ট্রাম্প-ভ্যান্স ইনগুরাল কমিটির আমন্ত্রণে, ডোনাল্ড ট্রাম্পের 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷" উল্লেখ্য, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প ৷ তাঁর ডেপুটি অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেডি ভ্যান্স ৷

বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, "এই সফরে বিদেশমন্ত্রী আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ৷ সেই সঙ্গে শপথে উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন ৷"

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখে তাঁর প্রশংসা শোনা গিয়েছিল ৷ তিনি দাবি করেছিলেন, "ভারত সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিচার ইতিবাচক ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে যা অনেক সুবিধাজনক অন্যান্য যে কোনও দেশের তুলনায় ৷ এমনকি তা ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে ৷"

ভারতের আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভাবধারার মিল রয়েছে বলে মনে করছে কূটনৈতিকমহলের একাংশ ৷ যা অন্যান্য অনেক দেশের কূটনৈতিক নীতি নির্ধারণে সমস্যা করতে পারে ৷ সেখানেই ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভাবধারার মিল মোদি সরকারের জন্য ইতিবাচক হবে ৷ বিশেষত, অনুপ্রবেশ সমস্যা, বিদেশনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্নে আগেও মোদি-ট্রাম্পকে একই প্রান্তে দেখা গিয়েছে ৷

নয়াদিল্লি, 12 জানুয়ারি: ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ আগামী 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ৷ এই সফরে ট্রাম্প প্রশাসনের আসন্ন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী ৷

এ দিন বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "ট্রাম্প-ভ্যান্স ইনগুরাল কমিটির আমন্ত্রণে, ডোনাল্ড ট্রাম্পের 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷" উল্লেখ্য, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প ৷ তাঁর ডেপুটি অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেডি ভ্যান্স ৷

বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, "এই সফরে বিদেশমন্ত্রী আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ৷ সেই সঙ্গে শপথে উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন ৷"

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখে তাঁর প্রশংসা শোনা গিয়েছিল ৷ তিনি দাবি করেছিলেন, "ভারত সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিচার ইতিবাচক ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে যা অনেক সুবিধাজনক অন্যান্য যে কোনও দেশের তুলনায় ৷ এমনকি তা ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে ৷"

ভারতের আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভাবধারার মিল রয়েছে বলে মনে করছে কূটনৈতিকমহলের একাংশ ৷ যা অন্যান্য অনেক দেশের কূটনৈতিক নীতি নির্ধারণে সমস্যা করতে পারে ৷ সেখানেই ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভাবধারার মিল মোদি সরকারের জন্য ইতিবাচক হবে ৷ বিশেষত, অনুপ্রবেশ সমস্যা, বিদেশনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্নে আগেও মোদি-ট্রাম্পকে একই প্রান্তে দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.