ETV Bharat / sports

জেমিমার পয়লা সেঞ্চুরিতে রাজকোটে রানের রেকর্ডে ভারত - JEMIMAH RODRIGUES SCORES CENTURY

রানের পাহাড়ে ভারতের মহিলা দল ৷ ব্যাটারদের রানের ফুলঝুরিতে নয়া নজির টিম ইন্ডিয়ার ৷ দুরন্ত শতরান জেমিমার ৷

JEMIMAH RODRIGUES HITS MAIDEN TON
জেমিমা রড্রিগেজ (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 12, 2025, 3:33 PM IST

রাজকোট, 12 জানুয়ারি: মাত্র 11 রানের জন্য শতরান হাতছাড়া করলেন হার্লিন দেওল ৷ সেই আক্ষেপ ঘুচিয়ে কেরিয়ারের প্রথম ওডিআই শতরানে রাজকোটে উজ্জ্বল জেমিমা রড্রিগেজ ৷ মিডল অর্ডার ব্যাটারের ঝোড়ো শতরানে ভর করে আইরিশদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে রানের পাহাড়ে ভারত ৷ সেইসঙ্গে ওডিআই ইতিহাসে নিজেদের সর্বাধিক রানের ইনিংসও গড়ে ফেলল ভারতের মেয়েরা ৷ প্রথমে ব্য়াট করে পাঁচ উইকেটে 370 রান তুলল 'উইমেন ইন ব্লু' ৷

রবিবার টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অবশ্য ভারতের বড় রানের ভিতটা তৈরি করে দিয়েছিলেন আধিনায়িকা স্মৃতি মন্ধনা এবং প্রতীকা রাওয়াল ৷ দু'জনের 157 রানের ওপেনিং জুটিতেই বড় রানের স্কোর মোটামুটি নিশ্চিত হয়ে যায় ৷ ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও দু'জনের কেউই তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ 10টি চার এবং দু'টি ছক্কা হাঁকিয়ে মন্ধনা আউট হন 54 বলে 73 রান করে ৷ প্রতীকা ফেরেন 61 বলে 67 রান করে ৷ দুই ওপেনার দ্রুত ফেরার পর নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তৃতীয় উইকেটে 183 রান যোগ করেন হার্লিন দেওল এবং জেমিমা রড্রিগেজ ৷

12টি চার হাঁকিয়ে শতরানের দিকে এগোনো হার্লিন শেষমেশ এগারো রান দূরে থেকে উইকেট ছুড়ে দিয়ে আসেন ৷ 84 বলে 89 রানে ফেরেন তিনি ৷ তবে থামানো যায়নি জেমিমাকে ৷ 90 বলে শতরান পূর্ণ করেন তিনি ৷ সেইসঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন তিনি ৷ অবশ্য শতরান পূর্ণ করে পরের বলেই আউট হন জেমিমা ৷ তাঁর 91 বলে 102 রানের ইনিংসে ছিল 12টি চার ৷ রিচা ঘোষ করেন 5 বলে 10 রান ৷

50 ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 370 রান তোলে ভারত ৷ ছাপিয়ে যায় অতীতের সব রেকর্ড ৷ অর্থাৎ, ম্যাচ জিততে আইরিশদের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা ৷ এর আগে ভারতের সর্বাধিক ওডিআই রানের ইনিংস এসেছিল আয়ারল্য়ান্ডের বিরুদ্ধেই ৷ 2017 সালে পোচেস্ট্রুমে দুই উইকেটে 258 রান তুলেছিল ভারত ৷ আট বছর পর ভাঙল সেই নজির ৷ প্রথম ম্যাচ জিতে তিন ম্য়াচের সিরিজে 1-0 এগিয়ে টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন:

রাজকোট, 12 জানুয়ারি: মাত্র 11 রানের জন্য শতরান হাতছাড়া করলেন হার্লিন দেওল ৷ সেই আক্ষেপ ঘুচিয়ে কেরিয়ারের প্রথম ওডিআই শতরানে রাজকোটে উজ্জ্বল জেমিমা রড্রিগেজ ৷ মিডল অর্ডার ব্যাটারের ঝোড়ো শতরানে ভর করে আইরিশদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে রানের পাহাড়ে ভারত ৷ সেইসঙ্গে ওডিআই ইতিহাসে নিজেদের সর্বাধিক রানের ইনিংসও গড়ে ফেলল ভারতের মেয়েরা ৷ প্রথমে ব্য়াট করে পাঁচ উইকেটে 370 রান তুলল 'উইমেন ইন ব্লু' ৷

রবিবার টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অবশ্য ভারতের বড় রানের ভিতটা তৈরি করে দিয়েছিলেন আধিনায়িকা স্মৃতি মন্ধনা এবং প্রতীকা রাওয়াল ৷ দু'জনের 157 রানের ওপেনিং জুটিতেই বড় রানের স্কোর মোটামুটি নিশ্চিত হয়ে যায় ৷ ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও দু'জনের কেউই তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ 10টি চার এবং দু'টি ছক্কা হাঁকিয়ে মন্ধনা আউট হন 54 বলে 73 রান করে ৷ প্রতীকা ফেরেন 61 বলে 67 রান করে ৷ দুই ওপেনার দ্রুত ফেরার পর নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তৃতীয় উইকেটে 183 রান যোগ করেন হার্লিন দেওল এবং জেমিমা রড্রিগেজ ৷

12টি চার হাঁকিয়ে শতরানের দিকে এগোনো হার্লিন শেষমেশ এগারো রান দূরে থেকে উইকেট ছুড়ে দিয়ে আসেন ৷ 84 বলে 89 রানে ফেরেন তিনি ৷ তবে থামানো যায়নি জেমিমাকে ৷ 90 বলে শতরান পূর্ণ করেন তিনি ৷ সেইসঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন তিনি ৷ অবশ্য শতরান পূর্ণ করে পরের বলেই আউট হন জেমিমা ৷ তাঁর 91 বলে 102 রানের ইনিংসে ছিল 12টি চার ৷ রিচা ঘোষ করেন 5 বলে 10 রান ৷

50 ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 370 রান তোলে ভারত ৷ ছাপিয়ে যায় অতীতের সব রেকর্ড ৷ অর্থাৎ, ম্যাচ জিততে আইরিশদের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা ৷ এর আগে ভারতের সর্বাধিক ওডিআই রানের ইনিংস এসেছিল আয়ারল্য়ান্ডের বিরুদ্ধেই ৷ 2017 সালে পোচেস্ট্রুমে দুই উইকেটে 258 রান তুলেছিল ভারত ৷ আট বছর পর ভাঙল সেই নজির ৷ প্রথম ম্যাচ জিতে তিন ম্য়াচের সিরিজে 1-0 এগিয়ে টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.