পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নেই আইনজীবী, পিছিয়ে গেল চিন্ময় দাসের জামিনের শুনানি

চট্টগ্রাম আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি আগামী মাস পর্যন্ত স্থগিত করেছে। তাই তাঁকে আরও অন্তত এক মাস বন্দি থাকতে হবে।

Hindu monk Chinmoy Das
চিন্ময়কৃষ্ণ দাস (ইটিভি ভারত)

By ANI

Published : Dec 3, 2024, 1:49 PM IST

ঢাকা, 3 ডিসেম্বর: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে আরও এক মাস বন্দি থাকতে হবে। কারণ, বাংলাদেশের আদালত তাঁর জামিনের আবেদনের শুনানি আগামী মাস পর্যন্ত স্থগিত করেছে।

আসলে, মঙ্গলবার (3 ডিসেম্বর 2024) চিন্ময়কৃষ্ণর জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু, এই মামলার শুনানির জন্য কোনও আইনজীবী আদালতে হাজির হননি। যদিও এই হিন্দু সনাতনী নেতার জামিনের জন্য পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবী রমেন রায় ৷ কিন্তু, চিন্ময়কৃষ্ণর জামিন আবেদনের শুনানির একদিন আগেই তাঁর উপর হামলা হয় ৷ সেই হামলায় আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আইনজীবী রমেন রায় ৷ এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে একটি পোস্ট করেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস ৷

এই হামলার পর মঙ্গলবার জামিনের শুনানি চলাকালীন সেখানে উপস্থিত আইনজীবীরা চিন্ময়কৃষ্ণর পক্ষে সওয়াল করতে অস্বীকার করলে চট্টগ্রাম আদালত এই শুনানি মুলতবি করেন। চট্টগ্রাম দায়রা আদালতের বিচারপতি সাইফুল ইসলাম আগামী 2 জানুয়ারি, 2025 শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বাংলাদেশের একটি খবরের পোর্টাল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে অনুযায়ী, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট অভিযোগ করেছে যে, চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানিতে উপস্থিত হতে বাধা দেওয়ার জন্য প্রায় 70 জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সংগঠনের দাবি, চট্টগ্রামের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় আইনজীবীদের বিচার চলছে, যাতে তাঁরা চিন্ময় দাসের পক্ষে সওয়াল করতে না পারেন।

এর আগে এই শুনানির জন্য আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করে সে দেশের পুলিশ। আদালত চত্বরের বিভিন্ন অংশে অতিরিক্ত পুলিশবাহিনীকে টহল দিতে দেখা যায় । একদল আইনজীবীকেও মিছিল বের করতে দেখা গিয়েছে । তবে অভিযুক্তকে (চিন্ময়কৃষ্ণ দাস) আদালতে হাজির করা হয়নি বলে জানিয়েছে ডেইলি স্টার।

আরও পড়ুন
হামলায় জখম, আশঙ্কাজনক চিন্ময়কৃষ্ণের আইনজীবী
নিষিদ্ধ হোক ভারতীয় টিভি চ্যানেল, আবেদন বাংলাদেশ হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details