পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

16 বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, বিল পাশ অস্ট্রেলিয়া সেনেটে - SOCIAL MEDIA BAN FOR CHILDREN

সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের প্রথম আইন আনতে চলেছে অস্ট্রেলিয়া সরকার ৷ বৃহস্পতিবার সন্ধ্যাকালীন অধিবেশনে সে দেশের সেনেটে পাশ হল নয়া বিল ৷

SOCIAL MEDIA BAN FOR CHILDREN
সোশাল মিডিয়া ব্যবহার করছে এক কিশোর (ফাইল চিত্র, এপি)

By AP (Associated Press)

Published : Nov 29, 2024, 12:34 PM IST

মেলবোর্ন, 20 নভেম্বর:সোশাল মিডিয়ায় আশক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয় ৷ প্রাপ্তবয়স্কদের তুলনায় কিশোর-কিশোরীদের মধ্যে এর প্রবণতা অনেক বেশি ৷ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক, স্ন্যাপচ্যাটের মধ্য়েই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বর্তমান যুব সমাজ ৷ এর প্রভাব পড়ছে তাদের মানসিক ও সামাজিক বিকাশ এবং পড়াশোনার উপর ৷ এবার এই সমস্যার সমাধানের জন্য 16 বছর বয়সী বা তার থেকে কম বয়সের কিশোর কিশোরীদের জন্য সোশাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া সরকার ৷

বৃহস্পতিবার সেই দেশের সেনেটে এই নিয়ে একটি বিল পাশ হয়েছে ৷ বিশ্বে প্রথম হিসেবে খুব শীঘ্রই বিলটি আইনে পরিণত হতে চলেছে ৷ আইন অমান্য করলে অস্ট্রেলিয়ার মুদ্রায় 5 কোটি (50 মিলিয়ন) ডলার জরিমানা দিতে হবে সোশাল মিডিয়া সংস্থাগুলিকে বলে জানিয়েছে সে দেশের সরকার ৷ বুধবার সেই দেশের সংসদের উভয়কক্ষে এই বিলের পক্ষে বেশি ভোট পড়েছে ৷ সংসদের উচ্চকক্ষ অর্থাৎ সেনেটে এই বিলের পক্ষে ভোট পড়েছে 34টি ও বিপক্ষে ভোট পড়েছে 19টি ৷ অন্যদিকে, নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অফ রিপ্রেসেন্টেটিভ-এ এই বিলের পক্ষে 102টি ভোট ও বিপক্ষে 13টি ভোট পড়েছে ৷

এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সোশাল মিডিয়া সংস্থাগুলিকে এক বছর সময় দিয়েছে অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী অ্য়ান্টোনি আলবানিজের সরকার ৷ উল্লেখ্য, এর আগে বিশ্বের কোথাও সোশাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে কোনও আইন কার্যকর হয়নি ৷ সুতরাং, অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে বিশ্বজুড়ে ৷

এই প্রসঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থার দাবি, সরকারের তরফে খুব তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ায় সোশাল মিডিয়া সংস্থাগুলির পক্ষের আইনী সংস্থা ডিজিটাল ইন্ডাস্ট্রি গ্রুপের দাবি, দেশের যুব সমাজের উপর এই আইনের কী প্রভাব পড়তে চলেছে, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ একটি বিবৃতিতে সংস্থার প্রধান সুনিতা বোস সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলে বলেন, "এক সপ্তাহের মধ্য়ে এই সংক্রান্ত বিল পাশ করা হল দেশের সংসদে ৷ অথচ, ভবিষ্যতে এই আইনটি কীভাবে কার্যকর করা হবে, সেই বিষয়ে কারও কাছে পরিষ্কার ধারণা নেই ৷"

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ান সমালোচক মহলের একাংশ ৷ তাঁদের দাবি, কোনও আলোচনা ছাড়াই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার ৷ আগামী 2025 সালের মে মাসে অস্ট্রেলিয়ায় নির্বাচন হতে চলেছে ৷ সমালোচকদের দাবি, তার আগে শিশুদের সুরক্ষা দেওয়ার নাম করে ভোট প্রভাব ফেলতে চাইছে আলবানিজ সরকার ৷ আর তাই এই ধরনের আইন লাগু হলে বাকি সোশাল মিডিয়া ব্যবহারকারীদের উপর কী প্রভাব পড়বে, সেই বিষয়ে সঠিক পদ্ধতিতে যাচাই করা হয়নি ৷

পড়ুন:বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন; চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব হাসিনা

ABOUT THE AUTHOR

...view details