ওয়াশিংটন, 9 জুলাই: রাশিয়ার সঙ্গে সংঘাতের বিষয়ে যেকোনও সমাধান সূত্রে আসতে গেলে অবশ্যই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রসংঘের সনদকে সম্মান করতে হবে ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক বৈঠকের আগে কড়া বার্তা দিল আমেরিকা ৷ আমেরিকার পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার বলেন, "ভারত আমাদের কৌশলগত অংশীদার ৷ যার সঙ্গে আমরা কোনও বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারি । তবে এরই মধ্যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে আমাদের উদ্বেগও রয়েছে ।"
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, "আমরা মোদির-পুতিনের সঙ্গে সাক্ষাতকে একইভাবে দেখছি যেমন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন । আমদের মতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ৷ রাশিয়ার সঙ্গে যে দেশই আলোচনায় বসেছে তাদের আমরা যেমন অনুরোধ করেছি, আমরা ভারতকে অনুরোধ করব তারা যেন রাশিয়ার সঙ্গে বৈঠকে এটা স্পষ্ট করে যে, ইউক্রেনের সংঘাতের যেকোন সমাধান এমন হওয়া দরকার যা রাষ্ট্রসংঘের সনদকে সম্মান করবে ৷ পাশাপাশি সেটি যেন ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করে ।"