পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভাইস প্রেসিডেন্টের পর সেকেন্ড লেডি, আমেরিকার ভোটে 'ভারত-দর্শন'

বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পূর্বসূরিরা দক্ষিণ ভারতীয় ৷ সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষার সঙ্গেও যোগ রয়েছে ভারতের ৷

Usha Chilukuri with husband JD Vance
স্বামী জেডি ভান্সের সঙ্গে উষা চিলুকুরি (ছবি সৌজন্য: জেডি ভান্সের এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

ওয়াশিংটন, 7 নভেম্বর: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে একাধিক দিক দিয়েই জড়িত ভারত, বিশেষত দেশের দক্ষিণাঞ্চল ৷ আমেরিকার সদ্য নির্বাচিত সেকেন্ড লেডি উষা চিলুকুরির পূর্বসূরিরা দক্ষিণ ভারতের অবিভক্ত অন্ধ্রপ্রদেশে থাকতেন ৷ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর সঙ্গে দেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেমস ডেভিস ভান্স যিনি জেডি ভান্স নামেই বেশি পরিচিত ৷ তাঁর স্ত্রী উষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত ৷

গত শতকের আটের দশকে উষার বাবা-মা ভারত ছেড়ে আমেরিকায় চলে যান ৷ তেলেগু ভাষী উষা জন্মেছেনে আমেরিকায় ৷ বড় হয়েছেন সেখানেই ৷ তাঁর মা লক্ষ্মী মলিকিউলার বায়োলজি এবং বায়োকেমিস্ট্রির অধ্যাপক ৷ এখন সান দিয়েগো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কর্মরত ৷ বাবা রাধাকৃষ্ণ, কৃষ চিলুকুরি নামেই অধিক পরিচিত ৷ পেশায় এরোস্পেস ইঞ্জিনিয়ার ৷ ইউনাইটেড টেকনোলজিস এরোস্পেস সিস্টেম-এ এরোডায়নামিক্স স্পেশালিস্ট হিসেবে কাজও করেছেন অতীতে ৷ পরে রাধাকৃষ্ণ কলিন্স এরোস্পেস-এ অ্য়াসোসিয়েট ডিরেক্টর হন ৷

শৈশব থেকেই উষার মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা ছিল ৷ তিনি বই পড়তে ভালোবাসেন ৷ তিনি ইয়েল ল' স্কুলে যোগ দেন ৷ সেখানেই জেডি ভান্সের সঙ্গে তাঁর আলাপ ৷ তখন তাঁরা 'সোশাল ডিক্লাইন ইন হোয়াইট আমেরিকা' বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন ৷ এরপর বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে ৷ তারপর বিয়ে। 2014 সালে হিন্দু রীতি মেনেই জেডি ভান্স ও উষা চিলুকুরি বিয়ে করেন ৷

সেকেন্ড লেডির উষা-কাল

উষা ইতিহাসে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে আইনে ডিগ্রি অর্জন করেন ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে এমফিল করেন তিনি ৷ এরপর বেশ কয়েক বছর কর্পোরেট আইনজীবী হিসেবে কাজ করেন ৷ আমেরিকার সুপ্রিম কোর্টের দু'জন প্রধান বিচারপতির ক্লার্ক হিসেবেও কাজ করেছেন এই সেকেন্ড লেডি ৷

এই সময় তিনি শিক্ষা, চিকিৎসা এবং প্রতিরক্ষা ক্ষেত্রের মামলাগুলি নিয়ে সওয়াল জবাব করতেন ৷ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেসি ক্লিনিক, মিডিয়া ফ্রিডম অ্যান্ড ইনফরমেশন অ্যাকসেস ক্লিনিক এবং ইরাকের শরণার্থীদের নিয়ে প্রজেক্টগুলিতে কাজ করেছেন উষা ৷ সদ্য সেকেন্ড লেডি হওয়া উষা ন্যাশনাল লিগ্যাল এজেন্সির আইনজীরী ৷

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন উষা বামপন্থী এবং উদারমনা সংগঠনগুলির সঙ্গে কাজ করেন ৷ 2014 সালে ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দিয়েছিলেন ৷ পরে 2018 সালে রিপাবলিকান পার্টির হয়ে ভোটে লড়ার জন্য দলে নাম নথিভুক্ত করেন তিনি ৷

একজন সফল পুরুষের নেপথ্যে একজন নারী আছেন ৷ তেমনই সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাফল্যের নেপথ্যেও তিনি ৷ 2022 সালে জেমস ডেভিস ভান্স সেনেটর নির্বাচিত হন ৷ যার পিছনে উষার কঠিন পরিশ্রম রয়েছে ৷ তিনি ভান্সের নির্বাচনী প্রচারগুলির দায়িত্বভার সামলেছিলেন ৷ সম্প্রতি ভান্স একটি আলোচনা সভায় তাঁর স্ত্রীকে 'ইয়েল স্পিরিট গাইড' হিসাবে উল্লেখ করেন ৷ ভান্স ও চিলুকুরির দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে ৷ এখন তাঁরা সপরিবার সিনসিনাটিতে থাকেন ৷

ABOUT THE AUTHOR

...view details