ETV Bharat / state

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বঙ্গে কি ফের দুর্যোগের আশঙ্কা ? - WEST BENGAL WEATHER UPDATE

বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

WEST BENGAL WEATHER UPDATE
পারদ নামছে বঙ্গে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 7:38 AM IST

কলকাতা, 25 নভেম্বর: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে । সঙ্গে হালকা ঝড়ো হাওয়া । ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম কেরল মাহে ও রয়েলসীমাতে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ভারতের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে । এর ফলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে । নিম্নচাপটির পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । তার অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সরাসরি না হলেও বঙ্গে এই দুর্যোগের প্রভাব রয়েছে ।

বঙ্গে শীতের প্রভাব:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে । পুরুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ৷ মূলত পরিষ্কার আকাশ । বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডার আমেজ । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে হাওয়া অফিসের তরফে কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে । দিনের শুরুতে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ৷ আগামী 4-5 দিন 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা ।

উত্তরবঙ্গেও একই ছবি । সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে । আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই । তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস ৷ সোমবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে । মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা:

সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস ও 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96 শতাংশ এবং সর্বনিম্ন 46 শতাংশ ।

পড়ুন: অগ্রহায়ণেই হিমেল হাওয়ার পরশ, বঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব কতটা ?

কলকাতা, 25 নভেম্বর: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে । সঙ্গে হালকা ঝড়ো হাওয়া । ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম কেরল মাহে ও রয়েলসীমাতে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ভারতের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে । এর ফলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে । নিম্নচাপটির পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । তার অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সরাসরি না হলেও বঙ্গে এই দুর্যোগের প্রভাব রয়েছে ।

বঙ্গে শীতের প্রভাব:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে । পুরুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ৷ মূলত পরিষ্কার আকাশ । বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডার আমেজ । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে হাওয়া অফিসের তরফে কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে । দিনের শুরুতে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ৷ আগামী 4-5 দিন 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা ।

উত্তরবঙ্গেও একই ছবি । সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে । আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই । তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস ৷ সোমবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে । মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা:

সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস ও 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96 শতাংশ এবং সর্বনিম্ন 46 শতাংশ ।

পড়ুন: অগ্রহায়ণেই হিমেল হাওয়ার পরশ, বঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব কতটা ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.