হায়দারবাদ: 25 জুন বিশ্ব ভিটিলিগো দিবস পালন করা হয় ৷ শ্বেতী মানে ত্বকে সাদা ছোপ। ত্বকে মেলানিনের অভাবের কারণে ব্রণ হয় । যার কারণে শরীরে সাদা দাগ দেখা যায় । এটি নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে, যেমন অস্পৃশ্যতা। এই চর্মরোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবস পালন করা হয় ৷ জেনে নিন, এই চর্মরোগ সম্পর্কে চিকিৎসকদের মতামত ৷
চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্পিতা হাতি বলেন, "ভিটিলিগো বা শ্বেতী একধরনের দীর্ঘমেয়াদি রোগ ৷ যেখানে চামড়ার বাদামি রঙ নষ্ট হয়ে যায় ৷ এটি একটি অটোইমিউন ডিজিজ ৷ এটি ব্রাউন রঙ সৃষ্টিকারী কোষ ৷ মেলানোসাইটস যেটা আমাদের নিজেদের ইমিউনিটি দ্বারাই নষ্ট হয়ে যায় ৷ এটি যে কোনও বয়সের মানুষের হতে পারে ৷ এটি একটি জেনেটিক রোগ ৷ বংশগত ক্ষেত্রে এই রোগ বেশি হওয়ার ঝুঁকি থাকে ৷ এছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মি ও কেমিক্যালের ব্যাহরের ফলে এই রোগটি হতে পারে ৷ এই রোগ সবসময় সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব হয় না ৷ তবে এই রোগের বৃদ্ধি আটকানো সম্ভব ৷ আর শুরুতেই এই রোগের চিকিৎসা করালে নিরাময় সম্ভব ৷"
2022 সালে ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডার্মাটোলজিতে (Journal of Clinical and Experimental Dermatology) প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় উপমহাদেশে বিশ্বের সবচেয়ে বেশি ভিটিলিগোর প্রকোপ রয়েছে, প্রায় 8.8 শতাংশ ।
ভিটিলিগো কী (What Is Vitiligo) ?
বিশ্বব্যাপী 1-2 শতাংশ মানুষকে প্রভাবিত করে ৷ ভিটিলিগো মেলানিন উৎপাদনে ব্যাঘাত ঘটায় ৷ ত্বকের রঙের জন্য দায়ী পিগমেন্ট । এর ব্যাঘাতে শরীরের বিভিন্ন জায়গায় সাদা প্যাচ হতে পারে ৷ যদিও ভিটিলিগোর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ গবেষকদের ধারণা, জিনগত এবং পরিবেশগত কারণের সংমিশ্রণে ভিটিলিগো বা শ্বেতী দেখা দেয় ।