পশ্চিমবঙ্গ

west bengal

চর্মরোগ শ্বেতী কি মারাত্বক ? বিশ্ব শ্বেতী দিবসে জেনে নিন গবেষণার তথ্য - World Vitiligo Day 2024

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 3:32 PM IST

World Vitiligo Day: শ্বেতী শরীরের যে কোনও জায়গায় দেখা দিতে পারে ৷ এটি সাধারণত মুখ, হাত, পা এবং যৌনাঙ্গের চারপাশে সূর্যালোকের সংস্পর্শে আসা জায়গাগুলিকে প্রভাবিত করে। বিশ্ব ভিটিলিগো দিবস প্রয়াত পপ-স্টার মাইকেল জ্যাকসনকে উৎসর্গ করা হয়েছিল ৷ কারণ কিংবদন্তি এই গায়কের ভিটিলিগো ছিল। চিকিৎসকদের মতে, ভিটিলিগো বা শ্বেতী রোগ বংশগত ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা থাকে ৷

World Vitiligo Day News
বিশ্ব শ্বেতী দিবস (ইটিভি ভারত)

হায়দারবাদ: 25 জুন বিশ্ব ভিটিলিগো দিবস পালন করা হয় ৷ শ্বেতী মানে ত্বকে সাদা ছোপ। ত্বকে মেলানিনের অভাবের কারণে ব্রণ হয় । যার কারণে শরীরে সাদা দাগ দেখা যায় । এটি নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে, যেমন অস্পৃশ্যতা। এই চর্মরোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবস পালন করা হয় ৷ জেনে নিন, এই চর্মরোগ সম্পর্কে চিকিৎসকদের মতামত ৷

চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্পিতা হাতি বলেন, "ভিটিলিগো বা শ্বেতী একধরনের দীর্ঘমেয়াদি রোগ ৷ যেখানে চামড়ার বাদামি রঙ নষ্ট হয়ে যায় ৷ এটি একটি অটোইমিউন ডিজিজ ৷ এটি ব্রাউন রঙ সৃষ্টিকারী কোষ ৷ মেলানোসাইটস যেটা আমাদের নিজেদের ইমিউনিটি দ্বারাই নষ্ট হয়ে যায় ৷ এটি যে কোনও বয়সের মানুষের হতে পারে ৷ এটি একটি জেনেটিক রোগ ৷ বংশগত ক্ষেত্রে এই রোগ বেশি হওয়ার ঝুঁকি থাকে ৷ এছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মি ও কেমিক্যালের ব্যাহরের ফলে এই রোগটি হতে পারে ৷ এই রোগ সবসময় সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব হয় না ৷ তবে এই রোগের বৃদ্ধি আটকানো সম্ভব ৷ আর শুরুতেই এই রোগের চিকিৎসা করালে নিরাময় সম্ভব ৷"

2022 সালে ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডার্মাটোলজিতে (Journal of Clinical and Experimental Dermatology) প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় উপমহাদেশে বিশ্বের সবচেয়ে বেশি ভিটিলিগোর প্রকোপ রয়েছে, প্রায় 8.8 শতাংশ ।

ভিটিলিগো কী (What Is Vitiligo) ?

বিশ্বব্যাপী 1-2 শতাংশ মানুষকে প্রভাবিত করে ৷ ভিটিলিগো মেলানিন উৎপাদনে ব্যাঘাত ঘটায় ৷ ত্বকের রঙের জন্য দায়ী পিগমেন্ট । এর ব্যাঘাতে শরীরের বিভিন্ন জায়গায় সাদা প্যাচ হতে পারে ৷ যদিও ভিটিলিগোর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ গবেষকদের ধারণা, জিনগত এবং পরিবেশগত কারণের সংমিশ্রণে ভিটিলিগো বা শ্বেতী দেখা দেয় ।

ভিটিলিগো শরীরের যে কোনও জায়গায় দেখা দিতে পারে ৷ তবে এটি সাধারণত মুখ, হাত, পা এবং যৌনাঙ্গের চারপাশে বা সূর্যালোকের সংস্পর্শে আসা জায়গাগুলিকে প্রভাবিত করে । এটি মুখ এবং চোখের ভিতরেও হতে পারে । ভিটিলিগো যে কোনও বয়স ও লিঙ্গের মানুষকে প্রভাবিত করতে পারে ।

বিশ্ব ভিটিলিগো দিবসের ইতিহাস (History of World Vitiligo Day):

বিশ্ব ভিটিলিগো দিবসটি 2011 সালে প্রথম পালিত হয় । দিনটিকে প্রাথমিকভাবে ভিটিলিগো সচেতনতা দিবস বা ভিটিলিগো পার্পল ফান ডে বলা হয়েছিল ৷ কারণ বেগুনি হল এই অবস্থার প্রতিনিধিত্বকারী রঙ । দিনটি উৎসর্গ করা হয়েছিল প্রয়াত পপ-স্টার মাইকেল জ্যাকসনকে ৷ যাঁর ভিটিলিগো ছিল । কিংবদন্তি এই পপ-স্টার 25 জুন 2009 সালে মারা যান ৷ তাঁর সম্মানে 25 জুন বিশ্ব ভিটিলিগো দিবস পালন করা হয় ।

বিশ্ব ভিটিলিগো দিবসের তাৎপর্য (Significance of World Vitiligo Day):

বিশ্ব ভিটিলিগো দিবসের প্রধান তাৎপর্য হ'ল ভিটিলিগো অবস্থা সম্পর্কে সচেতনতা প্রচার করা এবং এরসঙ্গে সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলি তুলে ধরা । এই রোগে আক্রান্ত ব্যক্তিরা মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন ৷ ফলে তাঁদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয়। দিবসটির উদ্দেশ্য হল বিভিন্ন চিকিৎসার বিকল্প সম্পর্কে মানুষকে শিক্ষিত করা ও ভিটিলিগো বা শ্বেতী আছে এমন ব্যক্তিদের যত্নের গুরুত্ব তুলে ধরা ।

2024 এর থিম (Theme for 2024):বিশ্ব ভিটিলিগো দিবস 2024-এর থিম 'ত্বকের দ্বারা একতাবদ্ধ' (United by the skin) । এই থিমটি ভিটিলিগোতে অর্থাৎ শ্বেতী আছে এমন ব্যক্তিদের অনন্য সৌন্দর্যকে স্বীকৃতি ও প্রশংসা করার গুরুত্বের উপর জোর দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details