হায়দরাবাদ: লোহিত রক্তকণিকার কাজ হল আমাদের শরীরের এক জায়গা থেকে অন্যত্র অক্সিজেন পরিবহণ করা । যার মধ্যে হিমোগ্লোবিন নামক একটি প্রোটিন পাওয়া যায়, যা অক্সিজেনের সঙ্গে বন্ধন তৈরি করে এবং শরীরের বিভিন্ন অংশে তা পরিবহণ করে । এই প্রোটিন তৈরি করতে আয়রনের প্রয়োজন হয় । আয়রনের ঘাটতি, গর্ভাবস্থা বা অন্য কোনও কারণে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে ৷ যার কারণে রক্তশূন্যতার সমস্যা শুরু হয় ।
হিমোগ্লোবিন কম থাকলে কী হয় (What happens when hemoglobin is low) ?
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমলে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন কম পৌঁছয়। ফলে দেখা যায় ক্লান্তি, দুর্বলভাব, মাথাব্যথা, শ্বাসকষ্ট, হার্টের দ্রুত স্পন্দন, ফ্যাকাসে হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয় । ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দিতে পারে।
হিমোগ্লোবিনের সমস্য়া দেখা দিলে কী কী খাবেন (What to eat if hemoglobin problem occurs)?
পালং শাক: এই সবুজ শাকের মধ্যে আয়রন এবং ফোলেট পাওয়া যায় ৷ যা হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজনীয় । ফোলেট হল এক ধরনের ভিটামিন বি । পালং শাক খেলে এই দুটি উপাদানই সরবরাহ করতে পারে ৷ যা হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতে অনেক সাহায্য করে।