হায়দরাবাদ:সবাই চায় নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে রাখতে । এর জন্য অনেকে অনেক টাকা খরচ করে থাকেন ৷ তবে খুব সহজেই গাছ এবং আপনার নিজে বনানো জিনিস দিয়েই ঘর সাজানো যায় ৷ সেটা অনেকেই করেন না ৷ বেশিরভাগ মানুষ বাড়ির ভিতরের অংশে নজর দেন না। এখন গাছপালা দিয়ে ঘর সাজানোটা অনেকটা আধুনিকতা হয়ে গিয়েছে । ইনডোর প্লান্টের মতো কোনও জিনিস দিয়ে ঘর সাজালে তা আরও অনেক বেশি ভালো দেখায় (Home Decorating Tips) ৷
এর জন্য লিভিং রুমে একটি লম্বা পাতাযুক্ত গাছ রাখতে পারেন । এছাড়া বেডরুমের জন্য কম আলোযুক্ত গাছপালা অথবা ক্যাকটাস জাতীয় গাছ রাখা যায় । এমন যে কোনও গাছ খুব সহজেই ঘরের ভেতরের শোভা বাড়িয়ে তোলে ৷ তবে কোন গাছটি ঘরের জন্য সঠিক হবে এবং কোনটি হবে না তা আপনাকে বাছাই করতে হবে । প্রথমত সাবার পছন্দ বিভিন্ন হয় ৷ আপনার পছন্দ অনুযায়ী গাছ বেছে নিন । আপনার ঘরের রূপ বদল করতে কীভাবে কোন গাছ বাছাই করবেন তা আপনাকেই ঠিক করতে হবে ৷