পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

প্রতিদিন 30 মিনিট অনুশীলনেই সুস্থ থাকবে শরীর ! নাচের উপকারিতা জানা আছে ? - Health Benefits Of Dance - HEALTH BENEFITS OF DANCE

Health Benefits Of Dance: নৃত্য হল মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ । নৃত্য মানুষের মননের উন্মোচন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে । বিশেষজ্ঞদের মতে, নাচের বহু উপকারিতা রয়েছে ৷

Health Benefits Of Dance News
জেনে নিন নাচ করার উপকারিতা

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 12:28 PM IST

হায়দরাবাদ: ভারী ওজন তোলা কিংবা স্ট্রেচিং করতে যদি আপনার ভালো না-লাগে, সেক্ষেত্রে নাচ হল সেরা বিকল্প ৷ এটি সবচেয়ে উপভোগ্য ফিটনেস এক্সারসাইজগুলির একটি । নাচ শুধুমাত্র শারীরিকভাবে সহায়ক নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী ৷ জেনে নিন, স্বাস্থ্যের জন্য নাচের কিছু আশ্চর্যজনক উপকারিতা ৷

আজকাল, স্কুলের অনুষ্ঠান, কলেজের পার্টি, বিয়ের মতো যে কোনও অনুষ্ঠানে অন্যতম অংশ নাচ ৷ বিশেষজ্ঞরা বলেন, নাচ শুধু স্বাস্থ্যের জন্য ভালো নয়, মনের জন্যও ভালো । শারীরিক এবং মানসিক, উভয়দিক থেকেই এর বহু স্বাস্থ্য উপকারিতা রয়েছে (Health Benefits Of Dance)।

ওজন কমাতে সাহায্য করে: আপনি কি ওজন কমানোর কথা ভাবছেন ? কিন্তু জিমে যেতে ভালো লাগে না ? তাহলে নাচ আপনার জন্য সঠিক উপায় । এক ঘণ্টা নাচ করলে 400 থেকে 600 ক্যালোরি বার্ন হয় । তবে বলা হয় যে এটি নির্ভর করে ব্যক্তির ওজন, নাচের ফ্রিকোয়েন্সি এবং নাচের ফর্মের উপর ।

হার্টের জন্য ভালো: বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন কিছু সময় নাচ হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য় করে । বলা হয় যে আপনি যদি প্রতিদিন নাচ করেন তবে হৃদস্পন্দন স্থিতিশীল থাকবে ও এটি হার্টের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করবে । একটি সমীক্ষা অনুসারে, যাঁরা নাচ করেন তাঁদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে । এটা বলা হয় যে যারা সপ্তাহে 3 থেকে 4 দিন 30 মিনিটের বেশি নাচ করেন তাঁদের স্ট্যামিনা এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধি করে, যার ফলে হৃদরোগের উন্নতি হয় । এছাড়াও রক্তচাপ কমাতে সাহায্য় করে ৷

'কার্ডিওভাসকুলার ডিজিজ প্রতিরোধ' জার্নালে প্রকাশিত 2001 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে নাচ উল্লেখযোগ্যভাবে হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং উল্লেখযোগ্যভাবে রক্তচাপ হ্রাস করে । এই গবেষণায় নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের কার্ডিওভাসকুলার মেডিসিনে প্রফেসর ড. কার্ডিন এ বাটলার অংশ নেন ।

মানসিক চাপ কমায়:আজকাল অনেকেই মানসিক চাপে ভুগছেন । তবে বিশেষজ্ঞরা বলেন, মানসিক চাপ এবং নিম্ন স্তরের স্ট্রেস হরমোন কমানোর জন্য নাচ একটি দুর্দান্ত উপায় । এটি এন্ডোরফিন নিঃসরণকে উদ্দীপিত করতেও বলা হয় যা শিথিলতাকে উন্নত করে ।

আরও পড়ুন:

  1. প্রচণ্ড গরমে মেকআপ করেও কীভাবে স্কিন ধরে রাখবেন ? জেনে নিন চর্মরোগ বিশেষজ্ঞ মতামত
  2. আপনি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করছেন? ক্ষতি হতে পারে কিডনির
  3. এই গরমে শরীর ঠান্ডা রাখতে কী করবেন জানালেন কেয়া শেঠ

ABOUT THE AUTHOR

...view details