পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

থাইরয়েড থাকলে সন্তানধারণে সমস্যা ? জেনে নিন বিশেষজ্ঞর মতামত - Hypothyroidism Affects On Pregnancy - HYPOTHYROIDISM AFFECTS ON PREGNANCY

Can Hypothyroidism Affect on Pregnancy: যতই নিয়ম মানা হোক না কেন, কিছু না-কিছু স্বাস্থ্য সমস্যা লেগে থাকেই ৷ গর্ভাবস্থায় নানা সমস্যা হয়ে থাকে ৷ থাইরয়েডও গর্ভাবস্থায় একরকম সমস্যা হয়ে দাঁড়াতে পারে ৷

Can Hypothyroidism Affect on Pregnancy News
থাইরয়েডের সমস্যা থাকলে গর্ভবতীর কোনও প্রভাব পড়ে কি ? (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 9:30 AM IST

হায়দরাবাদ: থাইরয়েডের কর্মহীনতা 5-7% গর্ভাবস্থাকে প্রভাবিত করে । এটি হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম উভয়কেই অন্তর্ভুক্ত করে । অধিকন্তু হাইপোথাইরয়েডিজম বেশি সাধারণ, প্রায় 2-3% গর্ভবতী মহিলাদের মধ্যে ঘটে । থাইরয়েড হরমোন সঠিক প্ল্যাসেন্টাল বিকাশ এবং কার্যকারিতায় ভূমিকা পালন করে ৷

বিশেষজ্ঞদের মতে, থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এর কার্যকারিতায় কোনও ভুল হলে অনেক স্বাস্থ্য সমস্যা হতে পারে । T3, T4 এবং TSH হরমোনের উৎপাদনের পার্থক্য থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে প্রভাবিত করে । এই হরমোনগুলি বেশি নিঃসৃত হলে এই গ্রন্থির কার্যকারিতার গতি বেশি হয়ে যায় । এটি 'হাইপারথাইরয়েডিজম' নামে পরিচিত । যদি একই গতি কমে যায় তবে এটি 'হাইপো থাইরয়েডিজম' সমস্যা হিসাবে বিবেচিত হয় । অনেকে মনে করেন হাইপোথাইরয়েডিজম প্রজনন সমস্যা সৃষ্টি করতে পারে ।

অনেকেরই প্রশ্ন থাকে 'থাইরয়েড রোগীরা কি গর্ভবতী হতে পারে না ?' বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাঃ মভভা মাধুরী বলেন, "এর বিভিন্ন প্রভাব পড়তে পারে । বলা হয় যে থাইরয়েডের সমস্যা চিহ্নিত করে সঠিক চিকিৎসা নিলে গর্ভাবস্থায় কোনও প্রভাব পড়বে না । T4 (থাইরক্সিন) হরমোনের মাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রোল্যাক্টিন হরমোন (পিটুইটারি গ্ল্যান্ড রিলিজিং হরমোন) মাত্রা বৃদ্ধি পায় । ফলে গর্ভধারণ করা কঠিন হতে পারে ৷" এছাড়াও 'হাইপোথাইরয়েডিজম সমস্যা' মাসিক পিরিয়ডের উপর নেতিবাচক প্রভাব ফেলে । এটি বন্ধ্যাত্বের দিকে পরিচালিত করতে পারে ৷

হাইপোথাইরয়েডিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য ট্যাবলেটের ডোজ কি যথেষ্ট ? এর ভিত্তিতে চিকিৎসক জানান, TSH 2.5 এর কম হলে থাইরয়েডের কারণে গর্ভবতী হতে কোন সমস্যা নেই । এটাও বলা হয় যে গর্ভাবস্থার পরেও একজন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা বা ওষুধ নিতে পারে । ওষুধ খাওয়ার সময় সঠিক পুষ্টি গ্রহণের পরামর্শ দেওয়া হয় ।

ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি এন্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত 2002 সালের একটি প্রতিবেদনে জানা যায়, 2.5 এমআইইউলির উপরে TSH স্তরের মহিলারা গর্ভধারণ করতে দ্বিগুণ সময় নেয় ।

ABOUT THE AUTHOR

...view details