হায়দরাবাদ, 30 মার্চ: মারণ রোগ ক্যানসার ৷ এই রোগে আক্রান্তদের ক্ষেত্রে মনে করা হত বয়স একটি বড় ফ্যাক্টর ৷ কারণ 75 শতাংশ ক্যানসারে আক্রান্ত রোগীর বয়স ছিল 55 বছর বা তার বেশি । কিন্তু ক্যালেন্ডারের পাতা উলটে বছর যত এগচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যানসারের আক্রান্তের সংখ্যাও । তবে বর্তমানে আগের তুলনায় ক্যানসারের ক্ষেত্রে কিছু জিনিসে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে । বিশেষজ্ঞদের মতে, 'ক্যানসার ডেমোগ্রাফিকে' বদল ঘটছে ৷ অর্থাৎ এন্ডোক্রাইন ক্যানসারের মতো এই রোগের নির্দিষ্ট কিছু ধরনে তরুণ প্রজন্মরা বেশি আক্রান্ত হচ্ছে ।
সম্প্রতি ব্রিটেনের ভবিষ্যতের রানি এবং বর্তমানে ওয়েলসের রাজকুমারী কেট মিডলটনের ক্যানসার ধরা পরেছে ৷ 42 বছর বয়সেই তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷ এর পাশাপাশি অভিনেত্রী অলিভিয়া মুনের মতো অনেক সেলিব্রিটিও কম বয়সে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷ অভিনেত্রী নিজেই ক্যানসারে তাঁর দুটো স্তন বাদ দেওয়ার কথা জানিয়েছেন ৷ তাঁদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে ৷ 40- 50 বছরের মধ্যে ক্যানসারে আক্রান্তর বিষয়টি নিয়ে আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে মানুষের মনে । কম বয়সে অনেক হলিউড এবং বলিউডের সেলিব্রিটিরা ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং এমনকী এই মারণ রোগে তাঁদের মৃত্যু পর্যন্ত হয়েছে ৷ এর মধ্যে যেমন রয়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান এবং হলিউড়ের মার্ভেল সুপারহিরো চ্যাডউইক বোসম্যানের নাম ।
2022 সালের অক্টোবরে ব্রিগহাম এবং মহিলা হাসপাতালের গবেষকরা স্তন, কোলন, খাদ্যনালী, কিডনি, লিভার এবং অগ্ন্যাশয় সহ-ক্যানসারের প্রাথমিক সূত্রপাতের ঘটনার তথ্য প্রকাশ করেছেন ৷ সেখানে বলা হয়েছে, 1990 সাল থেকে এই ধরনের ক্যানসারের আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে । কেন 50 বছরের কম বয়সিরা বেশি এই ক্যানসারে আক্রান্ত হচ্ছে সে বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে ।
গবেষকরা পর্যবেক্ষণ করেছেন, আগের তুলনায় পরবর্তী প্রজন্মের মধ্যে ক্যানসারে আক্রান্তের ঝুঁকি বেশি । প্রতিটি প্রজন্মের সঙ্গে এই ঝুঁকি আরও বাড়ছে । উদাহরণস্বরূপ, 1950 সালে জন্মগ্রহণকারীদের তুলনায় 1960 সালে জন্মগ্রহণকারীরা বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছে ৷ 50 বছর হওয়ার আগেই তাদের মধ্যে ক্যানসারে আক্রান্তের ঝুঁকি বেড়েছে । তথ্য অনুযায়ী, 50 বছর বয়সের আগে প্রাপ্তবয়স্কেরা অন্তত 14 ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছে ।
ভারতের অন্যতম ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক সমীর কাউল বলেছেন, "এটা সত্যি যে অল্পবয়সি লোকেদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে । স্তন বা থাইরয়েড ক্যানসারে তারা বেশি আক্রান্ত হচ্ছে । এই ক্যানসারগুলি 40 এবং 50 বছর বয়সিদের মধ্যে বেশি দেখা যায় ৷ এই বয়সিদের আক্রান্ত হওয়ার অভ্যন্তরীণ কারণগুলি হল যেমন জিন এবং বাহ্যিক পরিবেশের পরিবর্তন ৷ যেমন আমরা যে খাবার গ্রহণ করি, পরিবেশের দূষণ এবং আমাদের পরিবর্তিত জীবনধারা শরীরে প্রভাব ফেলে ।"