পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

অল্প বয়সিদের মধ্যে বাড়ছে নির্দিষ্টি কিছু ক্যানসারের ঝুঁকি - Cancer - CANCER

Cancer Demographic Change: ক্যানসারে 50 বছরের কম বয়সি ব্যক্তিরা আরও বেশি সংখ্যক আক্রান্ত হচ্ছে ৷ বিশ্বজুড়ে গবেষকরা এই নাটকীয় বৃদ্ধির কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন । তবে ভালো খবর হল, আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে । এই নিয়ে লিখছেন তৌফিক রশিদ ৷

Cancer
Cancer

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 2:02 PM IST

হায়দরাবাদ, 30 মার্চ: মারণ রোগ ক্যানসার ৷ এই রোগে আক্রান্তদের ক্ষেত্রে মনে করা হত বয়স একটি বড় ফ্যাক্টর ৷ কারণ 75 শতাংশ ক্যানসারে আক্রান্ত রোগীর বয়স ছিল 55 বছর বা তার বেশি । কিন্তু ক্যালেন্ডারের পাতা উলটে বছর যত এগচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যানসারের আক্রান্তের সংখ্যাও । তবে বর্তমানে আগের তুলনায় ক্যানসারের ক্ষেত্রে কিছু জিনিসে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে । বিশেষজ্ঞদের মতে, 'ক্যানসার ডেমোগ্রাফিকে' বদল ঘটছে ৷ অর্থাৎ এন্ডোক্রাইন ক্যানসারের মতো এই রোগের নির্দিষ্ট কিছু ধরনে তরুণ প্রজন্মরা বেশি আক্রান্ত হচ্ছে ।

সম্প্রতি ব্রিটেনের ভবিষ্যতের রানি এবং বর্তমানে ওয়েলসের রাজকুমারী কেট মিডলটনের ক্যানসার ধরা পরেছে ৷ 42 বছর বয়সেই তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷ এর পাশাপাশি অভিনেত্রী অলিভিয়া মুনের মতো অনেক সেলিব্রিটিও কম বয়সে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷ অভিনেত্রী নিজেই ক্যানসারে তাঁর দুটো স্তন বাদ দেওয়ার কথা জানিয়েছেন ৷ তাঁদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে ৷ 40- 50 বছরের মধ্যে ক্যানসারে আক্রান্তর বিষয়টি নিয়ে আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে মানুষের মনে । কম বয়সে অনেক হলিউড এবং বলিউডের সেলিব্রিটিরা ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং এমনকী এই মারণ রোগে তাঁদের মৃত্যু পর্যন্ত হয়েছে ৷ এর মধ্যে যেমন রয়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান এবং হলিউড়ের মার্ভেল সুপারহিরো চ্যাডউইক বোসম্যানের নাম ।

2022 সালের অক্টোবরে ব্রিগহাম এবং মহিলা হাসপাতালের গবেষকরা স্তন, কোলন, খাদ্যনালী, কিডনি, লিভার এবং অগ্ন্যাশয় সহ-ক্যানসারের প্রাথমিক সূত্রপাতের ঘটনার তথ্য প্রকাশ করেছেন ৷ সেখানে বলা হয়েছে, 1990 সাল থেকে এই ধরনের ক্যানসারের আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে । কেন 50 বছরের কম বয়সিরা বেশি এই ক্যানসারে আক্রান্ত হচ্ছে সে বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে ।

গবেষকরা পর্যবেক্ষণ করেছেন, আগের তুলনায় পরবর্তী প্রজন্মের মধ্যে ক্যানসারে আক্রান্তের ঝুঁকি বেশি । প্রতিটি প্রজন্মের সঙ্গে এই ঝুঁকি আরও বাড়ছে । উদাহরণস্বরূপ, 1950 সালে জন্মগ্রহণকারীদের তুলনায় 1960 সালে জন্মগ্রহণকারীরা বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছে ৷ 50 বছর হওয়ার আগেই তাদের মধ্যে ক্যানসারে আক্রান্তের ঝুঁকি বেড়েছে । তথ্য অনুযায়ী, 50 বছর বয়সের আগে প্রাপ্তবয়স্কেরা অন্তত 14 ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছে ।

ভারতের অন্যতম ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক সমীর কাউল বলেছেন, "এটা সত্যি যে অল্পবয়সি লোকেদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে । স্তন বা থাইরয়েড ক্যানসারে তারা বেশি আক্রান্ত হচ্ছে । এই ক্যানসারগুলি 40 এবং 50 বছর বয়সিদের মধ্যে বেশি দেখা যায় ৷ এই বয়সিদের আক্রান্ত হওয়ার অভ্যন্তরীণ কারণগুলি হল যেমন জিন এবং বাহ্যিক পরিবেশের পরিবর্তন ৷ যেমন আমরা যে খাবার গ্রহণ করি, পরিবেশের দূষণ এবং আমাদের পরিবর্তিত জীবনধারা শরীরে প্রভাব ফেলে ।"

বিশ্বব্যাপী পরিসংখ্যান বলছে, 50 বছরের কম বয়সি প্রাপ্তবয়স্করা আরও বেশি ক্যানসারে আক্রান্ত হতে পারে । বৈশ্বিক তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন মডেল অনুসারে, 2019 থেকে 2030 সালের মধ্যে প্রাথমিকভাবে শুরু হওয়া ক্যানসারের সংখ্যা প্রায় 30 শতাংশ বৃদ্ধি পাবে । বিশেষজ্ঞরা লিখেছেন যে কোলোরেক্টাল ক্যানসারে সাধারণত 60-এর মাঝামাঝি বা তার বেশি বয়সি ব্যক্তিরা আক্রান্ত হতো ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রে 50 বছরের কম বয়সি ব্যক্তিরা এই ক্যানসারে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে । এরপরেই অল্পবয়সি মহিলারা এই ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে ।

মাইক্রোবায়োম কম্পোজিশনে ব্যাঘাত, যেমন খাদ্যতালিকাগত পরিবর্তন বা অ্যান্টিবায়োটিকের কারণে কিছু ধরনের ক্যানসার-সহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়েছে ৷ তবে এটি আরও গবেষণার প্রয়োজন ৷ যদিও এটি সত্যি যে ক্যানসার বাড়ছে ৷ এই বৃদ্ধির কোনো সাধারণ কারণ নেই, কিন্তু অনেকগুলো কারণ দায়ী । অন্য সব রোগের মতো একটি স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাওয়া এবং শরীরের বিশ্রামের জন্য পর্যাপ্ত ঘুম ক্যানসারের ঝুঁকি কমাতে পারে ৷

ক্যানসার প্রতিরোধ সম্ভব

2022 সালে ক্যানসারের আনুমানিক 19.3 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় 10 মিলিয়নের মৃত্যু হয়েছে । ক্যানসার এখন বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ । বিশ্বব্যাপী 2040 সাল নাগাদ ক্যানসারের আক্রন্তের সংখ্যা এবং মৃত্যুর হার 40 শতাংশ বৃদ্ধির পাবে বলে আশংকা করা হচ্ছে ।

ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোলের মতে, বিশ্বের অর্ধেক ক্যানসার প্রতিরোধযোগ্য। প্রাথমিকভাবে ক্যানসার ঝুঁকির কারণগুলি এড়িয়ে চলতে হয় ৷ যেমন তামাক, অ্যালকোহল, পেশাগত কার্সিনোজেন, বিকিরণ, অতিরিক্ত ওজন এবং স্থূলতা এই বিষয়গুলি ক্যানসারে আক্রান্তের ঝুঁকি বাড়ায় । দ্বিতীয় পর্যায়ে স্ক্রীনিং পরীক্ষা অন্তর্ভুক্ত, যা ক্যানসার ছড়িয়ে পরার আগে সনাক্ত করতে এবং চিকিৎসা করতে পারে । যদিও জনসংখ্যার স্ক্রিনিংয়ের জন্য কার্যকর পরীক্ষাগুলি শুধুমাত্র কয়েকটি ক্যানসারের (স্তন, জরায়ু, ফুসফুস এবং কোলোরেক্টাল ক্যান্সার) এর জন্য রয়েছে ৷ তবে প্রাথমিক সনাক্তকরণ কৌশলগুলি ক্যানসারের বোঝাকে এক-তৃতীয়াংশ থেকে অর্ধেক কমাতে পারে ৷

আরও পড়ুন:

  1. শরীরে বাসা বেঁধেছে টাইপ 2 ডায়াবেটিস, অ্যালঝেইমারের আশঙ্কা গবেষকদের
  2. কিডনিতে পাথর হলে সাবধান ! চকোলেট আপনার শরীরে আরও ক্ষতি করতে পারে
  3. খিঁচুনি বা মৃগী আক্রান্তের মুখে চামচ নয়, সচেতনতার পথ দেখালেন বিশিষ্ট নিউরোলজিস্ট

ABOUT THE AUTHOR

...view details