পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

তিলোত্তমার বিচার চেয়ে অভিনব প্রতিবাদ! সারা রাত ব্যাপী নাটক প্রদর্শনের ডাক মহিলা নাট্যকর্মীদের - Kolkata doctor rape and murder

All-night Play in Kolkata: আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ সূচী মহিলা নাট্যকর্মীদের৷ সারা রাত ব্যাপী অ্যাকাদেমিতে মঞ্চস্থ হবে বেশ কয়েকটি নাটক। অনলাইনে রয়েছে টিকিট বুকিংয়ের সুযোগ ৷

All-night Play in Kolkata
সারা রাত ব্যাপী নাটক প্রদর্শন (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 23, 2024, 12:46 PM IST

কলকাতা, 23 অগস্ট: আরজি করের নৃশংস ঘটনার প্র‍তিবাদে সারা রাত ব্যাপী থিয়েটারের ডাক দিলেন মহিলা নাট্য কর্মীরা। 7 সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10টা থেকে শুরু হবে নাটক ৷ সারা রাত ব্যাপী অ্যাকাদেমিতে মঞ্চস্থ হবে বেশ কয়েকটি নাটক।

'অ্যাকাদেমি অফ ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়ন'-এর উদ্যোগে বাংলার নাট্য জগতের প্রমীলা বাহিনী একত্রিত হয়ে সারারাত ব্যাপী নাট্য উৎসবে আয়োজন করেছে। যতদিন না 'তিলোত্তমা'র বিচার হবে ততদিন তাঁরা এইভাবে থিয়েটারের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। নাটকের তালিকায় রয়েছে- সীমা মুখোপাধ্যায়ের নির্দেশনায় 'স্পেয়ার পার্টস', সঞ্জিতার নির্দেশনায় 'শীতল পাটি', ন্যান্সি ও প্রান্তিক চৌধুরীর নির্দেশনায় 'অপরাজিতা আজও', তূর্ণা দাসের 'বীরাঙ্গণা কাব্য', শ্রাবন্তী ভট্টাচার্যের 'মুজাহেমাৎ', পৌলমী বসুর 'টাইপিস্ট'।

খরচ হিসেবে সামান্য কিছু টাকা বরাদ্দ করেছেন মহিলা নাট্যকর্মীরা। যেহেতু আনুসাঙ্গিক কিছু খরচ রয়েই যায়, তাই প্রবেশ মূল্য স্বরূপ দর্শককে দিতে হবে ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে 'থার্ড বেল' থেকে। নাট্যকর্মী তথা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর সামাজিক মাধ্যমের পাতায় লিখেছেন, "এক সঙ্গে মিছিল হোক। 10 দফা নয়। 1 দফা দাবি হোক। খুনিদের খুঁজে বের করতে হবে, যেমন করেই হোক। বাকি কথা সব পরে হবে।"

থার্ড বেল থেকে টিকিট নিতে হলে লগ ইন করুন:
https://www.thirdbell.in/events/we-want-justice/

প্রসঙ্গত, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বিনোদন জগত থেকে সাধারণ মানুষ, আইনজীবী থেকে চিকিৎসরা সকলেই বিচার চেয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন ৷ কবি, সাহিত্যিক থেকে সঙ্গীতশিল্পীরা সকলেই মেয়েদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার দাবিতে পথে নেমেছেন ৷ অন্যদিকে, সরকারের তরফেও বেশ কিছু নিয়ম আনার কথাও বলা হয়েছে ৷ তবে তাতেও উঠেছে প্রতিবাদ ৷ কেন না, সেই নিয়মের একটায়, মেয়েদের রাতে কাজের উপর নিষেধের কথা বলা হয়েছে ৷ অর্থাৎ যাতে রাতে মেয়েদের কাজ না থাকে বা কম থাকে, সেই বিষয়টা দেখতে বলা হয়েছে ৷ আর এই নিয়মেই মেয়ে-ছেলে সমান অধিকারের প্রশ্ন তোলা হয়েছে ৷ এখন দেখার, প্রতিবাদের এই ঝড়ে তিলোত্তমা বিচার পায় কবে !

ABOUT THE AUTHOR

...view details