কলকাতা, 28 ডিসেম্বর: শীত মানেই দিকে দিকে নানা রঙের সাংস্কৃতিক অনুষ্ঠান। কোথাও নাচ, গান তো আবার কোথাও যন্ত্রসঙ্গীতের আসর। কোথাও বা ধ্রুপদী সঙ্গীতের আসর। শনিবার অনুষ্ঠিত হতে চলেছে ধ্রুপদী সঙ্গীত কেন্দ্রিক এক মনোজ্ঞ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আসর ৷ কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হবে 'ত্রয়ী'র দ্বিতীয় পর্বের অনুষ্ঠান দুপুর 3টের সময় শুরু হবে। অনুষ্ঠান পরিবেশন করবেন খ্যাতনামা শিল্পীরা।
পণ্ডিত পুষ্পরাজ কোষ্ঠী, পণ্ডিত নির্মাল্য দে, বিশিষ্ট ধ্রুপদ সঙ্গীত শিল্পী সুশ্রী রুবী মুখোপাধ্যায়, বিদুষী কাবেরী কর এবং তাপস দাস প্রমুখ শিল্পী এই উৎসবে অংশগ্রহণ করবেন। এছাড়াও অতিথির আসনে উপস্থিত থাকবেন পদ্মশ্রী পণ্ডিত ঋত্বিক সান্যাল।
"ধ্রুপদ উৎসব করার উদ্দেশ্য এই সঙ্গীতকে আগামী প্রজন্মের কাছে আরো বেশী করে পৌঁছে দেওয়া। দ্রুত চলতে থাকা জীবনে কিছুটা শান্তির প্রয়োজন। সেক্ষেত্রে সঙ্গীত চর্চা ভীষণ ভাবে প্রয়োজন। ধ্রুপদের চলন, তার নানা ঘরানা এই নিয়ে চর্চার প্রয়োজন।" জানালেন আনন্দী ক্ল্যাসিকালস-এর সভাপতি রুবি মুখোপাধ্যায়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে, গত বছরের অপার সাফল্যের পর আবার তাদের এই প্রয়াস। ভারতীয় সঙ্গীতের সবচেয়ে পুরাতন এই ধারা চির প্রবাহিত হয়ে থাকুক, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে যাক এবং প্রথিতযশা শিল্পীদের সঙ্গে নতুন প্রতিভারা নিজের গুণে প্রচার পাক এই অনুষ্ঠানের উদ্দেশ্য সেটাই।
এই সবকিছুকে কার্যকর করতে পরিকল্পনা নিয়ে তাঁরা ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। 'ত্রয়ী'র এই সংস্করণে থাকবে ধ্রুপদ সঙ্গীতের সুর, ছন্দ আর পদ। যার অপূর্ব সমাগম শ্রোতাদের হৃদয়ে এক অভূতপূর্ব অনুনাদ সৃষ্টি করতে সক্ষম হবে- এমনই প্রতিশ্রুতি 'আনন্দী ক্ল্যাসিক্যালস'- এর। শীতের আমেজে ছোট থেকে বড় সকলেই আনন্দ উদযাপনে ব্যস্ত ৷ প্রতিদিনই কোনও না কোনও অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমীরা ভিড় জমাচ্ছেন ৷ যাঁরা ধ্রুপদী সঙ্গীত ভালোবাসেন তাঁদের কাছেও এই অনুষ্ঠান মনোজ্ঞ হতে চলেছে, আশা অনুষ্ঠান আয়োজকদের ৷