জিয়াগঞ্জ, 11 ফেব্রুয়ারি: ব্রিটিশ পপ গায়ককে নিজের স্কুটির পিছনে বসিয়ে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়ালেন অরিজিৎ সিং । স্কুটিতে বসেই চলে দু'জনের যুগলবন্দি । আর তা হাঁ করে তাকিয়ে দেখছেন জিয়াগঞ্জের বাসিন্দারা । কেউ বিশ্বাস করতে পারছেন না । শুধু কী তাই ! পড়ন্ত বিকেলে দেখা গেল ভাগীরথী নদীতে এড শিরানকে নিয়ে অরিজিতের নৌকা বিহার ৷ এই দৃশ্য শিহরিত করেছে যমজ শহর জিয়াগঞ্জ আজিমগঞ্জের হাজার হাজার মানুষকে ।
লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন অরিজিৎ সিং । জ্যামিং স্পেশালের ঝলক এখনও ভক্তদের মনে দাগ কেটে রয়েছে । সেদিন গ্রিনরুমে মহড়ার সময় এড শিরানকে বুকে জড়িয়ে ধরেছিলেন অরিজিৎ । বন্ধুত্বের সেই টানেই ম্যাঙ্গালুরুতে অনুষ্ঠান সেরে কলকাতায় নেমে সোজা জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির ব্রিটিশ পপ তারকা । তাঁকে সাদরে আপ্যায়ণ করলেন বাংলার প্রখ্যাত গায়ক ৷ আর দুই গায়ক বন্ধুর এই মিলনের দৃশ্য দেখে উচ্ছ্বসিত মুর্শিদাবাদের অরিজিৎ ভক্তরা । ঘরের ছেলে অরিজিৎ তো আছেই ৷ ব্রিটিশ গায়ক এড শিরান তাঁদের কাছে বাড়তি পাওনা ।
সোমবার ব্রিটিশ পপস্টার এড শিরান ও তাঁর টিম এসে পৌঁছন অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে । এর আগে একাধিকবার ভারত সফরে এসেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক । তবে এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে সরাসরি তিনি চলে আসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে । সোমবার সকালে অরিজিৎ সিংয়ের বাড়িতে পৌঁছতেই গেটের বাইরে বেরিয়ে এসে ব্রিটিশ বন্ধুকে বুকে জড়িয়ে ধরেন 'গেরুয়া' স্টার । এরপর শিরান ও তাঁর টিমকে সাদর অভ্যর্থনা জানিয়ে অফিস ঘরে নিয়ে যান অরিজিৎ । তিনি বিকেলে নিজের স্কুটিতে এড শিরানকে বসিয়ে বেরিয়ে পড়েন জিয়াগঞ্জের রাস্তায় ।
স্কুটি সফর সেরে দুই বন্ধু বেশ কিছুক্ষণ সময় কাটান ভাগীরথীর পাড়ে শিবতলা ঘাটে । জিয়াগঞ্জের এই শিবতলা ঘাটে অরিজিৎ সিংয়ের কৈশোর ও যৌবনের অনেকটা সময় কেটেছে । সেই কারণেই এই জায়গা তাঁর হৃদয়ের খুব কাছের ৷ জিয়াগঞ্জের বাড়িতে থাকলে সন্ধ্যার পর স্থানীয় বন্ধুদের সঙ্গে এখানেই আড্ডা দেন অরিজিৎ । এদিনও তিনি বিকেলে শিবতলা ঘাটে ব্রিটিশ বন্ধুকে নিয়ে যান ৷ এরপর একসঙ্গে ভাগীরথী বক্ষে নৌকাভ্রমণে বেরিয়ে পড়েন তাঁরা ৷ প্রায় একঘণ্টা নদীতে ঘুরে ফিরে আসেন বাড়িতে ।
জিয়াগঞ্জের বাসিন্দা বিপ্লব গোস্বামী বলেন, "শিবতলা ঘাট এলাকায় দাঁড়িয়ে রয়েছি । দেখলাম, স্কুটিতে আসছেন অরিজিৎ । পিছনে বসে রয়েছেন চেনা মুখ, পপ গায়ক এড শিরান । দু'জনে একসুরে গাইছেন । বহু ভাগ্য, তাই এই দৃশ্যের সাক্ষী থাকলাম ।" জিয়াগঞ্জের আরেক বাসিন্দা সৌকত সিং বলেন, "দাদাকে জিয়াগঞ্জে বহুবার স্কুটি চালাতে দেখেছি । কিন্তু এড শিরানকে সঙ্গে নিয়ে স্কুটিতে দেখার সৌভাগ্য হবে ভাবিনি ।"
প্রসঙ্গত, এর আগে ভারত বিখ্যাত র্যাপার বাদশা এসেছিলেন জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে । বাদশাকেও স্কুটির পিছনে চাপিয়ে নিজের শহর ঘুরিয়ে দেখিয়েছিলেন গায়ক ।