কলকাতা, 11 ফেব্রুয়ারি: মঙ্গলবার থেকে শহরের বুকে শুরু হল ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব । আয়োজনে 'ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া' । এই আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবটি চলবে 11 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত । ক্রীড়া বিষয়ক ছবিগুলি দেখানো হবে নন্দন 3-এ । তার আগে 10 ফেব্রুয়ারি সোমবার রোটারি সদনে হয়ে গেল এই ফেস্টিভ্যালের উদ্বোধন । উপস্থিত ছিলেন খ্যাতনামা ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, শতাক্ষী নন্দী, সুদেষ্ণা রায়, পরিচালক অভিজিৎ গুহ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।
ঘণ্টা বাজিয়ে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দীপেন্দু বিশ্বাস । কলকাতায় ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল মহাসমারোহে শুরু হওয়ায় বেশ খুশি অতিথিরা । অভিনেত্রী বাসবদত্তা জানালেন, তাঁর ক্রীড়াপ্রীতির কথা । পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায়ের কথায়, ক্রীড়া বিষয়ক ছবি চিরকালই টানে তাঁকে । তিনি ক্রীড়া বিষয়ক ছবির কথা বলতে গিয়ে ফিরে গেলেন 'কোনি'র স্মৃতিতে ।
পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বললেন, "বাংলাতেও আরও ফিল্ম হওয়া উচিত খেলা নিয়ে । আমার নিজেরও ইচ্ছে রয়েছে খেলা নিয়ে ছবি করার ।" এদিকে নৃত্যশিল্পী তথা অভিনেত্রী শতাক্ষী নন্দী চান স্পোর্টস ফিল্মে অভিনয় করতে । এই চলচ্চিত্র উৎসবে জুরি মেম্বার হিসেবে রয়েছেন পরিচালক অভিজিৎ গুহ । নানা দেশের স্পোর্টস ফিল্ম দেখে মুগ্ধ তিনি ।
![International sports film festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/internationalsportsfilmfestivalofindia_10022025212606_1002f_1739202966_354.jpg)
এই ফেস্টিভ্যাল নিয়ে আশাবাদী চলচ্চিত্র সমালোচক প্রেমেন্দ্র মজুমদারও ৷ তিনি বলেন, এবছর আমরা পরীক্ষামূলকভাবে ফিল্ম ফেস্টিভ্যালে একটা নতুন বিভাগ করেছি ৷ তা হল এলজিবিটিকিউ খেলা নিয়ে ৷ যেখানে ভারতের একটি ছবি দেখানো হবে ৷ যেটি কলকাতার তিনজন তৈরি করেছে ৷ সঙ্গে শ্রীলঙ্কা ও আমেরিকার দুটি ছবিও দেখানো হবে ৷ এই ছবিগুলো প্রতিযোগিতার বাইরে থাকবে ৷
![International sports film festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/internationalsportsfilmfestivalofindia_10022025212606_1002f_1739202966_611.jpg)
যার হাতে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হল সেই ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, "খেলা নিয়ে আলাদা করে ফিল্ম ফেস্টিভ্যাল - এটা একজন খেলোয়াড়ের কাছে খুব আনন্দের । আমাদের বাংলাতে আরও বেশি করে খেলা নিয়ে সিনেমা হওয়া উচিত ।"
![International sports film festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/internationalsportsfilmfestivalofindia_10022025212606_1002f_1739202966_613.jpg)
চলতি বছরে এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ফিকশন, নন ফিকশন, শর্ট ফিল্ম এবং এলজিবিটিকিউ বিষয়ক ছবি । এ বছরের চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির তালিকায় আছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'গোলন্দাজ' ।
![International sports film festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/internationalsportsfilmfestivalofindia_10022025212606_1002f_1739202966_972.jpg)
ছবির তালিকা
11 ফেব্রুয়ারি: দুপুর 1টা 30 মিনিট থেকে আলি ভার্সেস আলি (ইরান), ফিল্ডিং ড্রিমস: আ সেলিব্রেশন অফ বাস্কেটবল স্কাউট (আমেরিকা) দেখানো হবে, বিকেল 4টে 30 মিনিট থেকে রে রে (আমেরিকা), দ্য সেকেন্ড ইনিংস (ভারত), উই ওয়ান্টেড মোর- দ্য মিরাকল অফ তাইপেল (জার্মানি), সায়াদ ক্যাপেলো (ইরান) ছবিগুলো দেখানো হবে ৷
![International sports film festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/internationalsportsfilmfestivalofindia_10022025212606_1002f_1739202966_1089.jpg)
12 ফেব্রুয়ারি: দুপুর 1টা 30 মিনিট থেকে অ্যাঞ্জে অ্যান্ড দ্য বস-পুসকাস ইন অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া), দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড (কলোম্বিয়া), বিকেল 4টে 30 মিনিট থেকে 0.5 মিটার (স্পেন), দ্য ফ্লাইট অফ দ্য ড্রাগন ফ্লাইস (স্পেন), বেলেঘাটা টু শিয়ালদা (ভারত), গোল্ডেন ডাক (আমেরিকা) ছবিগুলো দেখানো হবে ৷
![International sports film festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/internationalsportsfilmfestivalofindia_10022025212606_1002f_1739202966_1076.jpg)
13 ফেব্রুয়ারি: দুপুর 1টা 30 মিনিট থেকে রুয়ামাটা: ইটস মোর দ্যান হকি (নিউজিল্যান্ড), স্কাই পর্ন (জাপান), ফর্টিথ অথেন্টিক ম্যারাথন- দ্য ব্যাক স্টেজ (গ্রিস), বিকেল 4টে 20 মিনিট থেকে দ্য লাস্ট ডিফেন্স (সার্বিয়া), ফলস স্টার্ট (আমেরিকা), ক্রিড (আমেরিকা) ছবিগুলো দেখানো হবে ৷
14 ফেব্রুয়ারি: দুপুর 1টা 20 মিনিট থেকে ব্যাটল অফ দ্য সেক্সেস (আমেরিকা), ফরোয়ার্ড ড্রাইভ (শ্রীলঙ্কা), আই অ্যাম বনি (ভারত), বিকেল 4টে 20 মিনিট থেকে গোলন্দাজ (ভারত) ছবিগুলো দেখানো হবে ৷
![International sports film festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/internationalsportsfilmfestivalofindia_10022025212606_1002f_1739202966_659.jpg)
15 ফেব্রুয়ারি: দুপুর 1টা 30 মিনিট থেকে স্পোর্টস অ্যাকাডেমিস অফ পঞ্জাব (ভারত) ছবিটি দেখানো হবে ৷ এরপরে বিকেল 5টায় রয়েছে টক শো । বিষয়: ভারতীয় ক্রিকেটে প্রিমিয়ার লিগের গুরুত্ব । সন্ধে 6টায় পুরস্কার বিতরণ এবং জলযোগ ।