মুম্বই, 12 ডিসেম্বর: বিয়ে না করে কোনও মেয়ে নিজের হানিমুনে যেতে পারে, এমন কনসেপ্ট কেউ ভাবতে পারে না ৷ 2014 সালে মুক্তি পাওয়া বিকাস বহেলের কুইন সাড়া ফেলে সর্বত্র ৷ ছবির জন্য কঙ্গনা রানাওয়াতের হাতে আসে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার ৷
এবার আসতে চলেছে 'কুইন 2' ৷ রূপোলি পর্দায় ফিরছেন রানি ৷ আসলে 'কুইন' কঙ্গনা ছবির মাধ্যমে যে মেসেজ দিয়েছিল তা গভীর প্রভাব পরেছিল দর্শক মনে ৷ দাবি উঠেছিল ছবির সিক্যুয়েল নিয়েও ৷ অবশেষে সেই খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক বিকাশ বহল ৷ স্বভাবতই খবর শুনে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷
'চিল্লার পার্টি', 'কুইন', 'সুপার 30', 'শয়তান'-এর মতো অসাধারণ ছবি উপহার দিয়েছেন পরিচালক বিকাশ বহল। সম্প্রতি একটি সাক্ষাত্কারে, বিকাশ বহল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে 'কুইন 2'-এর কাজ শুরু হয়েছে। তিনি বলেন, "আমরা কিছুদিন ধরে কুইন 2-এ কাজ করছি ৷ আপনাদের অনেক কিছু বলার আছে ৷ তবে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে ৷" এর বেশি কিছু জানাননি তিনি। তবে এই কবরে কঙ্গনার অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন ৷
গত বছর, বিকাশ ইঙ্গিত দিয়েছিলেন যে সিক্যুয়েলের কাজ শুরু হবে ৷ এবার রানি চরিত্রে আবারও দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে ৷ কঙ্গনাও ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'হ্যাঁ'। 2024 সালেকুইন সিনেমা 10 বছর পূর্ণ করেছে ৷ তিনি সাক্ষাত্কারে বলে, "কুইন মুক্তির পর দশ বছর কেটে গিয়েছে ৷ তবে এখনও যখন সাধারণ মানুষ এই ছবি নিয়ে প্রশ্ন করে মনে হয় ছবিটি গতকাল মুক্তি পেয়েছে।"
তিনি বলেন, "আমার সকলের সঙ্গে শেয়ার করে ভালো লাগছে যে ছবির সিক্যুয়েলের গল্প লেখা শেষ ৷ খুব তাড়াতাড়ি তা শুটিং ফ্লোরে যাবে ৷ " 2014 সালে মুক্তিপ্রাপ্ত কুইন সিনেমার গল্প বলার ধরন বদলে দেয় ৷ 'কুইন' ছবিতে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেন রাজকুমার রাও।