পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

টলিপাড়ায় জমজমাট ভাইফোঁটা, মাতলেন স্বস্তিকা থেকে জিতু - BHAI PHONTA 2024

ঘরে ঘরে ভাইফোঁটা পালিত হল রবিবার। টলিপাড়াতেও অন্যথা হল না ৷ অভিনেত্রী স্বস্তিকা দত্ত থেকে অভিনেতা জিতু কামাল সকলকেই পাওয়া গেল উৎসবের মেজাজে ৷

BHAI PHONTA 2024
ভাইফোঁটায় জিতু থেকে স্বস্তিকা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 3, 2024, 10:41 PM IST

Updated : Nov 3, 2024, 10:47 PM IST

কলকাতা, 3 নভেম্বর: "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা/আমি দিই আমার ভাইকে ফোঁটা..." শত ব্যস্ততার মধ্যেও কাছাকাছি থাকলে এই মন্ত্র উচ্চারণ করেননি এমন ভাইবোনের সংখ্যা কম। বাজির শব্দ, আলোর রোশনাইয়ের মধ্যে দিয়েই এক উৎসব থেকে আরেক পার্বণের দিকে এগিয়ে যায় সময়। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে শুক্লপক্ষে ভাইফোঁটা ঘিরে উৎসাহ ও উদ্দীপনার কমতি থাকে না। ঘরে ঘরে ভাইফোঁটা পালিত হল আজ। টলিপাড়াতেও যার অন্যথা হল না ৷

অভিনেত্রী স্বস্তিকা দত্ত ফোঁটা দিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে। রবি সকালে সকাল লাল-সাদা কম্বিনেশনের শাড়ি পরে দাদার পাশে হাজির হন স্বস্তিকা। আর অভিষেকের পরনে সাদা পাজামা আর নীল পাঞ্জাবি।

অভিনেত্রী স্বস্তিকা দত্ত ফোঁটা দিচ্ছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে (ইটিভি ভারত)

অভিনেতা সোহেল দত্তকে ভাইফোঁটা দিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস ৷ এই বছরেই কন্যা সন্তানের মা হয়েছেন প্রীতি। আর বাবা হয়েছেন রাহুল মজুমদার। সোহেল অভিনয় করতে চলেছেন 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে।

প্রীতি এই মুহূর্তে ব্যস্ত মেয়েকে নিয়েই। বছর দশেক ধরে অভিনেত্রী মৌমিতা পণ্ডিত ভাইফোঁটা দিয়ে আসছেন অভিনেতা দেবরাজ মুখোপাধ্যায়কে।

টলি সেলেবদের ভাইফোঁটা (ইটিভি ভারত)

ইটিভি ভারতকে মৌমিতা জানান, তিনি 10 বছর ধরে দেবরাজ দা'কে ফোঁটা দেন। এবার তাঁর ভাইও তাঁর কাছেই রয়েছেন। প্রতিবছর তো কাছে পান না ভাইকে। তাই আনন্দটা এবার একটু বেশি।

একঝাঁক তারকা (ইটিভি ভারত)

মৌমিতার ভাই অ্যানিমেটর। ডিজনিতে কাজ করেন। তিনি ভাইকে অনেক উপহার দিয়েছেন ৷ তাঁর ভাই তাঁকে 'হরি ঘোষের গোয়াল' সিরিয়ালের টগর চরিত্র মাথায় রেখে একটা শাড়ি দিয়েছেন যাতে ব্যবহার করতে পারেন ৷ অভিনেত্রী মৌমিতা পণ্ডিত বলেন, "আর দেবরাজদা আমাকে বরাবরই টাকা দেয়। যাতে নিজের ইচ্ছামতো কিছু কিনতে পারি। আর দিয়েছে অনেক চকোলেট। আমি দেবরাজ দা'কে দিয়েছি অনেক রকমের লাইট, একটা অ্যারোমা কিট এবং সুগন্ধি মোমদানি।"

ভাইফোঁটা নিচ্ছেন জিতু কমল (ইটিভি ভারত)

এদিন ভাইফোঁটা দিলেন রাত্রি ঘটক, চাঁদনি সাহা ৷ ওদিকে ভাইফোঁটা নিলেন জিতু কমল, রুদ্রনীল ঘোষ-সহ আরও অনেকেই ।

Last Updated : Nov 3, 2024, 10:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details