হায়দরাবাদ, 19 জুলাই: ক্যানসার প্রাণ কাড়ল বলিউড স্টার কিডের ৷ মাত্র 20 বছর বয়সেই থেমে গেল জীবনের যুদ্ধ ৷ প্রয়াত অভিনেতা-প্রযোজক কৃষাণ কুমার ও গায়িকা তনয়া সিংয়ের মেয়ে তিষা কুমার ৷ পরিবারের সদস্যরা তিষার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ৷ জানা গিয়েছে, জার্মানির এক হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর ৷ সেখানেই বৃহস্পতিবার মারা গিয়েছেন তিনি ৷ সম্পর্কে তিনি সি-টিরিজের কর্ণধার ভূষণ কুমারের তুতো বোন হন ৷
শুক্রবার টি-সিরিজের তরফে এক বিবৃতি সামনে আনা হয় ৷ সেখানে বলা হয়, "কৃষাণ কুমারের মেয়ে তিষা কুমার বৃহস্পতিবার ক্যানসার যুদ্ধে হেরে গিয়েছেন ৷ পরিবারের সদস্যরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ৷ অনুরোধ করব, এই দুঃসময়ে পরিবারের ব্যক্তিগত সময়কে সকলে সম্মান জানাবেন ৷"
2003 সালের 6 সেপ্টেম্বর কৃষাণ ও তনয়ার জীবনে আসে তিষা ৷ তনয়া স্বভাবগতভাবে লাইমলাইট থেকে দূরে থাকেন ৷ এমনকী, তিষাকেও কখনও গ্ল্যামার দুনিয়ায় দেখা যায়নি ৷ তবে 2022 সালের নভেম্বরে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত অ্যানিম্যাল ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল তিষাকে ৷ সেদিন তিষাকে তাঁর বাবা কৃষাণ কুমারের সঙ্গে পাপারাৎজিদের সামনে পোজ দিতে দেখা যায় ৷
ফিল্ম ইন্ডাষ্ট্রিতে কৃষাণ কুমারকে সকলেই চেনেন ৷ তিনি জনপ্রিয় হন 1995 সালে বেওয়াফা সনম ছবি মুক্তির পর ৷ পরবর্তী সময় ভূষণ কুমারের টি-সিরিজের সঙ্গে যুক্ত হয়ে প্রযোজনার কাজ সামলাতে থাকেন ৷ 'লাকি:নো টাইম ফর লাভ', 'রেডি', 'ডার্লিং', 'সত্যমেব জয়তে', 'ভুল ভুলাইয়া 2' ও 'অ্যানিম্যাল'-এর মতো ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন কৃষাণ কুমার ৷