হায়দরাবাদ: ভারত-সহ বিশ্বব্যাপী লঞ্চ করেছে স্যামস্য়াংয়ের গ্যালক্সি সিরিজ ৷ AI ফিচারে ঠাসা এই মডেল প্রিমিয়াম সিরিজের ৷ Galaxy S25, Galaxy S25+, এবং Galaxy S25 Ultra এখনও সবচেয়ে স্লিমফোন বলে দাবি সংস্থার ৷ এবার এই সিরিজও ভারতে তৈরি হতে চলেছে ৷ এই সিরিজ লঞ্চের সময় স্যামসাং (দক্ষিণ-পশ্চিম এশিয়া) প্রেসিডেন্ট এবং সিইও, জেবি পার্ক জানিয়েছিলেন, নতুন ফিচার এবং AI-এর স্পেশাল ফিচারের কথা উল্লেখ করেছিলেন ৷ তখনই বলেন, "আমি আনন্দের সঙ্গে শেয়ার করছি যে নতুন Galaxy S25 সিরিজ Noida কারখানায় তৈরি করা হবে। "
মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন ভারতকে রফতানির বাজারে শীর্ষে পৌঁছে দিয়েছে ৷ অ্যাপল এবং স্যামসাং উৎপাদন বাড়াচ্ছে ৷ রফতানির প্রতিযোগিতায় সেরা হতে ৷ ভারতের শীর্ষ পাঁচটি রফতানিকারী দ্রবের মধ্যে রয়েছে স্বয়ংচালিত ডিজেল জ্বালানি, স্মার্টফোন, বিমানের জ্বালানি, হীরে এবং যানবাহনের পেট্রল।
চলতি মাসের শুরুতেই, কেন্দ্রীয় রেল-ইলেকট্রনিক্স ও তথ্য- প্রযুক্তিমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন, স্মার্টফোন রফতানিতে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে ৷ যা চার বছর আগে 14 তম স্থানে ছিল ৷ কয়েকবছররে মধ্যেই ভারত দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছে ৷ এই বৃদ্ধি ইলেকট্রনিক পণ্যের অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করেছে ৷
ভারত সরকার 2024-25 সালের প্রথমার্ধে PLI স্কিমের অধীনে প্রায় 1,600 কোটি টাকা ভরতুকি দিয়েছে ৷ প্রধানত ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদনের উপর বিশেষ জোর দিয়েছে ৷ 2023 সালের ডিসেম্বরে ইলেকট্রনিক্স দ্রব্য রফতানি বছরে 35.1 শতাংশ বেড়েছে ৷ একই সঙ্গে স্মার্টফোন রফতানি 45 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
এক নজরে Samsung Galaxy S25 সিরিজ
Galaxy S25 এর 12GB + 256GB ভ্যেরিয়েন্টের দাম 80,999 টাকা থেকে শুরু হয়েছে, Galaxy S25+ 12GB + 256GB ভ্যেরিয়েন্টের দাম 99,999 টাকা এবং Galaxy S25 Ultra এর দাম 12GB + 256GB ভ্যেরিয়েন্টের দাম 1,29,999 টাকা থেকে শুরু হয়েছে ৷
গ্যালাক্সি S25 সিরিজের সমস্ত ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে । লাইনআপটি অ্যান্ড্রয়েড 15-এর নির্ভর AI-ইন্টিগ্রেটেড One UI 7 অপারেটিং সিস্টেম রয়েছে ৷ এতে নতুন gen-AI ক্ষমতা রয়েছে ৷ যেমন ব্যক্তিগতকৃত সারাংশের জন্য Now Brief ফিচার রয়েছে ৷ Gemini AI সাপোর্টের সুবিধা রয়েছে ৷