প্রয়াগরাজ, 27 জানুয়ারি: মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপরিবারের সোমবার ত্রিবেণী সঙ্গম পৌঁছন তিনি। বিমানবন্দরে অবতরণের পর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য শাহকে স্বাগত জানান। সেখান থেকেই সরাসরি তিনি কুম্ভ মেলায় পৌঁছে যান। কুম্ভে সাধু ও অন্য সন্ন্যাসীদের সঙ্গে স্নান করার জন্য স্টিমারে করে বেশ কিছুটা দূরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এই সময়ে, সাইবেরিয়ান পাখিদের খাওয়াতেও দেখা যায় অমিত শাহকে ৷ মহাকুম্ভে এসে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত দেখিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও, জুনা আখড়ার আচার্য অবধেষানন্দ গিরি, কৈলাশানন্দ-সহ একাধিক সাধু-সন্ন্যাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্নানের সময় উপস্থিত ছিলেন। বৈদিক মন্ত্র জপের মধ্যে অমিত শাহ সঙ্গমে ডুব দেন। এই সময় বাবা রামদেবও সেখানে হাজির ছিলেন।
এর আগে, সকাল 11টায় বামরোরি বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বিশেষ বিমান 11টায় বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রিজেশ পাঠকও। এরপর, অমিত শাহ বিএসএফের একটি বিশেষ বিমানে দিল্লি পাবলিক স্কুলের মাঠে অবতরণ করেন। সেখান থেকে, সঙ্গমের মাঝখানে নির্মিত জেটিতে স্টিমারে করে যান ৷ সেখানেই বৈদিক মন্ত্র জপের মধ্য দিয়ে পুণ্যস্নান সারেন ।
সঙ্গমে স্নান করার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বড় হনুমানজি মন্দির এবং অক্ষয়বটও পরিদর্শন করেন। এরপর, তিনি জুনা আখড়ায় মহারাজ এবং অন্যান্য সাধুদের সঙ্গে দেখা করার পাশাপাশি মধ্যাহ্নভোজও করেন। গুরু শরণানন্দজির আশ্রমে এবং গোবিন্দ গিরি মহারাজের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। এছাড়াও, তিনি পুরী ও দ্বারকার শঙ্করাচার্যদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে। সবশেষে এদিনই প্রয়াগরাজ থেকে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।