দেশে ক্রমেই আতঙ্কের সৃষ্টি করছে গিলেন-বারি সিনড্রোম । বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, গত 12 দিনে গোটা দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন 73 জন । এবার এল মৃত্যুর খবর । জানা গিয়েছে, মহরাষ্ট্রের পুনেতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের ৷ হাসপাতাল থোকেও জানা গিয়েছে ওই রোগীর আরও অনেক রোগে আক্রান্ত ছিলেন ৷
ডাঃ স্মিতা সাঙ্গাদে বলেন, "গিলেন-বারি সিনড্রোম একটি স্নায়বিক রোগ । এই রোগের কারণে প্রাথমিকভাবে পেটের অসুখ হয় । যেমন, ডায়রিয়া, বমি ও পেটে ব্যথা । এছাড়াও শ্বাসকষ্টজনিত রোগ হয় । রোগীর কাশি ও সর্দি হয় । শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিন পর । রোগী হাঁটতে পারে না যদি রোগ আরও খারাপের দিকে যায় ৷ রোগীর ভেন্টিলেটর প্রয়োজন হতে পারে ৷"
রোগের লক্ষণগুলি কী কী ?
জিবিএস-এ আক্রান্ত রোগীর লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর এবং বমি বমি ভাব বা বমি হওয়া । দূষিত জল বা খাবার খেয়ে জিবিএস সংক্রমিত হতে পারে । সংক্রমণের ফলে রোগীর ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে ।
কী সতর্কতা অবলম্বন করা উচিত ?
খোলা জায়গায় বাসি খাবার খাওয়া এড়িয়ে চলা প্রয়োজন ৷ এছাড়াও স্বাস্থ্যবিভাগ থেকে জানানো হয়েছে জল ফুটিয়ে খাওয়ার ৷ এছাড়াও হাত ও পায়ের পেশীতে হঠাৎ দুর্বলতা অনুভব করলে সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ৷
গত কয়েকদিন ধরে পুনেতে 73 জিবিএস রোগীর খবর পাওয়া গিয়েছে । এদের মধ্যে 14 জন ভেন্টিলেটরে রয়েছেন ।
বিশেষজ্ঞরা জানান, পনির, রাইস, চিজ এই খাবার গুলিতে দ্রুত ব্যাকটেরিয়া ছড়ায় । পনির, চিজ এইগুলি দুগ্ধজাত পণ্য ৷ এইগুলিতে লিস্টেরিয়া, সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা থাকে । তাই এখন এই খাবারগুলি স্টোরেজ করে না খাওয়াই উচিত্ ।
https://www.ninds.nih.gov/health-information/disorders/guillain-barre-syndrome
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)