পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ভালোবাসায় তীব্রতা না থাকলে...' কেন সম্পর্ক থেকে দূরে থাকেন টাবু? - TABU LOVE AND RELATION LIFE

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী টাবু ৷ সম্প্রতি এক ম্যাগাজিনে ভালোবাসা, সম্পর্ক, অনুভূতি নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন অভিনেত্রী ৷

Etv Bharat
কেন সম্পর্ক থেকে দূরে থাকেন টাবু? (আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 23, 2024, 12:59 PM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: আটের দশকের অনবদ্য অভিনেত্রী টাবু ৷ 'বিজয়পথ' ধরে বলিউডে যে যাত্রা তিনি শুরু করেছিলেন আজও তা অব্যাহত ৷ 'মাচিস' ছবির জন্য 1996 সালে তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার ৷ ফিল্মি কেরিয়ারে সফল এই অভিনেত্রী বরাবরই ব্যক্তিগত জীবন রেখেছেন গোপনে ৷ জীবনে প্রেম-ভালোবাসা নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি 'চাঁদনি বার' অভিনেত্রীকে ৷

জীবনের অর্ধশত বয়স পার করেছেন টাবু ৷ সম্প্রতি এক ম্যাগাজিনে নিজের অনুভূতি, প্রেম, ভালোবাসা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ৷ টাবুকে যখন তাঁর ভালোবাসা-সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তিনি তাঁর এক কাছের বন্ধুর উদ্ধৃতি শেয়ার করেন ৷ তিনি বলেন, "যদি তোমার কাছে কোনও কিছু তীব্র না হয়, তাহলে সেটা তোমার জন্য কাজ করবে না ৷" আর এটাই নাকি ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে মেনে চলেন অভিনেত্রী ৷

টাবু বলেন, "আমি খুব গভীরতার সঙ্গে সবকিছু অনুভব করি ৷ খুব গভীরভাবে কাউকে ভালোবাসি ৷ প্যাশনেটলি বাঁচতে জানি ৷ আমি কিছুটা জাঙ্কি ওয়েতে বড় হয়েছি ৷ তাই আমার অনুভূতি গুলোও এমন এলোমেলো ৷" টাবু জানান, একইরকমভাবে বেঁচে থাকা বড় একঘেয়েমি ৷ জীবনের প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করতে পছন্দ করেন ৷ যদি সেই ধরনের জীবন না পান তাহলে 'বোরিং' ফিল করেন ৷

তাঁর কাছে সম্পর্ক ভালোবাসার হোক বা শারীরিক সেখানে গভীরতা থাকতে হবে ৷ শুধু তাই নয়, সেই অনুভূতি থাকতে হবে যা দুজনকেই আনন্দ দেয় ৷ তিনি বলেন, "আমি জীবনে কোনও কিছু পরিকল্পনা করে চলি না ৷ কারণ জীবনের নিজস্ব একটা পরিকল্পনা থাকে ৷ তুমি আগে থেকে কোনও কিছুর ভবিষ্যৎ বলে দিতে পারবে না ৷ আর এইভাবেই আমি বেঁচে থাকতে ভালোবাসি ৷" তাঁর এই সাক্ষাৎকার দেখে স্পষ্ট, কেন তিনি প্রেম বা বিয়ের মতো সম্পর্কে যেতে চাননি ৷ তথাকথিত প্রেম বা বিয়ের বাঁধন যে ভালোবাসার একমাত্র সংজ্ঞা হতে পারে না, সেটাই জীবনে অনুভব করেন টাবু ৷

এই মুহূর্তে টাবুর ফিল্মি কেরিয়ার রয়েছে উপরের দিকে ৷ 'ক্রিউ', 'ভুল ভুলাইয়া 2'-তে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে নীরজ পাণ্ডে পরিচালিত 'অরো ম্যায় কাহা দম থা' ছবিতে ৷ এই ছবি ধরলে অজয় দেবগণের সঙ্গে ন'বার স্ক্রিন শেয়ার করলেন টাবু ৷

ABOUT THE AUTHOR

...view details