ETV Bharat / state

শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায় - PARTHA CHATTERJEE

জেলে রয়েছেন আড়াই বছরেরও বেশি ৷ ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এখন কেমন রয়েছেন তিনি ?

Partha Chatterjee
হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 10:57 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সোমবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় । প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলেও পরে সেখান থেকে তাকে কার্ডিওলজির ইমারজেন্সিতে পাঠানো হয় । ওখানে থেকে আবার ইমারজেন্সিতে নিয়ে আসা হয় ।

মুখে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার লাগানো অবস্থাতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ফের জরুরি বিভাগে নিয়ে আসা হয় ৷ বর্তমানে চিকিৎসক নীলাদ্রি সরকারের তত্ত্বাবধানে ইমারজেন্সির 40 নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি ।

প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষা দুর্নীতির জেরে 2022 সালের 23 জুলাই গ্রেফতার হন তিনি । তবে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 10 লক্ষ টাকার বন্ডে জামিন পান । কিন্তু জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় । কারণ সিবিআইয়ের মামলাতেও তাঁর নাম রয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চার্জ গঠন করা হয়েছিল । তাঁরা সাক্ষীদের সমস্ত বয়ান রেকর্ড করেন । তারপরেই সোমবার ইডির মামলা থেকে জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ।

তবে এর আগেও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ আদালতেও আইনজীবী মারফত শারীরিক সমস্যার কথা তিনি বলেছেন । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর একাধিক শারীরিক সমস্যা রয়েছে । শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি পায়েও সমস্যা রয়েছে তাঁর । সোমবার জেলেই অসুস্থতা বোধ করেন তিনি । তারপরেই তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে । তাই প্রতিমাসেই তিনি রুটিন চেকআপ করেন । বুকে যন্ত্রণার সমস্যায় মাঝেমধ্যেই ভোগেন পার্থ চট্টোপাধ্যায় ।

কলকাতা, 20 জানুয়ারি: হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সোমবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় । প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলেও পরে সেখান থেকে তাকে কার্ডিওলজির ইমারজেন্সিতে পাঠানো হয় । ওখানে থেকে আবার ইমারজেন্সিতে নিয়ে আসা হয় ।

মুখে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার লাগানো অবস্থাতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ফের জরুরি বিভাগে নিয়ে আসা হয় ৷ বর্তমানে চিকিৎসক নীলাদ্রি সরকারের তত্ত্বাবধানে ইমারজেন্সির 40 নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি ।

প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষা দুর্নীতির জেরে 2022 সালের 23 জুলাই গ্রেফতার হন তিনি । তবে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 10 লক্ষ টাকার বন্ডে জামিন পান । কিন্তু জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় । কারণ সিবিআইয়ের মামলাতেও তাঁর নাম রয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চার্জ গঠন করা হয়েছিল । তাঁরা সাক্ষীদের সমস্ত বয়ান রেকর্ড করেন । তারপরেই সোমবার ইডির মামলা থেকে জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ।

তবে এর আগেও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ আদালতেও আইনজীবী মারফত শারীরিক সমস্যার কথা তিনি বলেছেন । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর একাধিক শারীরিক সমস্যা রয়েছে । শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি পায়েও সমস্যা রয়েছে তাঁর । সোমবার জেলেই অসুস্থতা বোধ করেন তিনি । তারপরেই তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে । তাই প্রতিমাসেই তিনি রুটিন চেকআপ করেন । বুকে যন্ত্রণার সমস্যায় মাঝেমধ্যেই ভোগেন পার্থ চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.