কলকাতা, 19 জানুয়ারি:ফের বিয়ের সানাই টলিউডে ৷ছোট পর্দার অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের চার হাত এক হতে চলেছে ৷ রবিসন্ধ্যায় অর্থাৎ গোধূলি লগ্নে সন্ধে 7টায় সাত পাকে বাঁধা পড়বেন 'যমুনা ঢাকি' ধারাবাহিকের নায়ক-নায়িকা ৷ অবশ্য এই সিরিয়ালের সেট থেকেই দু'জনের মন দেওয়া-নেওয়া শুরু ৷ আজ সকাল থেকেই দুই বাড়ি সেজে উঠেছে ৷ আলো-ফুলে জ্বলজ্বলে বিয়ে বাড়ি ৷
ইতিমধ্যেই সেলেব জুটির আইবুড়ো ভাত থেকে মেহেন্দি ও গায়ে হলুদের ছবি প্রকাশ্যে এসেছে ৷ নিজেরা তাঁদের সোশালে সেই ছবি পোস্ট না-করলেও মেকআপ শিল্পী রুদ্র সাহা কনের মেহেন্দি পড়াল রিলস পোস্ট করেছেন ৷ মেহেন্দি শিল্পী শ্বেতার ডানহাতে রুবেলকে ফুটিয়ে তুলেছেন যদিও হাতে স্বামীর নাম থেকে রুবেলকে আঁকার নির্দেশ দিয়েছেন কনেই ৷
বাঁ-হাতে নিজেকে এঁকে দিতে বলেছেন টলি তারকা ৷ মেহেন্দির সময় চওড়া সোনালি পাড়ের ট্রাডিশনাল শাড়ির সঙ্গে পুরনো ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলের সোনার গয়না সাজতে দেখা গিয়েছে শ্বেতাকে।