পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আইবুড়ো ভাত-মেহেন্দি সেরে রাজরানি বেশে গায়ে-হলুদে শ্বেতা; কখন লগ্ন? - RUBEL SWETA WEDDING

মিটে গিয়েছে আইবুড়ো ভাত থেকে মেহেন্দি-গায়ে হলুদ ৷ প্রজাপতি ঋষির আর্শীবাদ নিয়ে রবি সন্ধ্যায় সাত পাক ঘুরবে টলি জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস ৷

RUBEL SWETA WEDDING
শ্বেতা রুবেলের বিয়ে (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 19, 2025, 6:22 PM IST

কলকাতা, 19 জানুয়ারি:ফের বিয়ের সানাই টলিউডে ৷ছোট পর্দার অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের চার হাত এক হতে চলেছে ৷ রবিসন্ধ্যায় অর্থাৎ গোধূলি লগ্নে সন্ধে 7টায় সাত পাকে বাঁধা পড়বেন 'যমুনা ঢাকি' ধারাবাহিকের নায়ক-নায়িকা ৷ অবশ্য এই সিরিয়ালের সেট থেকেই দু'জনের মন দেওয়া-নেওয়া শুরু ৷ আজ সকাল থেকেই দুই বাড়ি সেজে উঠেছে ৷ আলো-ফুলে জ্বলজ্বলে বিয়ে বাড়ি ৷

ইতিমধ্যেই সেলেব জুটির আইবুড়ো ভাত থেকে মেহেন্দি ও গায়ে হলুদের ছবি প্রকাশ্যে এসেছে ৷ নিজেরা তাঁদের সোশালে সেই ছবি পোস্ট না-করলেও মেকআপ শিল্পী রুদ্র সাহা কনের মেহেন্দি পড়াল রিলস পোস্ট করেছেন ৷ মেহেন্দি শিল্পী শ্বেতার ডানহাতে রুবেলকে ফুটিয়ে তুলেছেন যদিও হাতে স্বামীর নাম থেকে রুবেলকে আঁকার নির্দেশ দিয়েছেন কনেই ৷

বাঁ-হাতে নিজেকে এঁকে দিতে বলেছেন টলি তারকা ৷ মেহেন্দির সময় চওড়া সোনালি পাড়ের ট্রাডিশনাল শাড়ির সঙ্গে পুরনো ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলের সোনার গয়না সাজতে দেখা গিয়েছে শ্বেতাকে।

তার আগে অবশ্য শ্বেতার আইবুড়ো ভাত পর্বের ছবিও পোস্ট করেন এই মেকআপ শিল্পী ৷ রানি রঙের শাড়িতে একেবারে মোহময়ী রূপে ধরা দেন অভিনেত্রী ৷ মেকআপ শিল্পী রুদ্র সাহা সোশাল মিডিয়ায় শ্বেতা ভট্টাচার্যের মায়ের হাতে শেষ আইবুড়ো ভাত খাওয়া ও সাজগোজের ভিডিয়ো পোস্ট করেন।

রবির দুপুরে রাজরানি বেশে কনের রিলস বানিয়ে সোশালে পোস্ট করলেই তিনিই ৷ একেবারে রাজকন্যের বেশে 'জরোয়ার ঝুমকো' খ্যাত অভিনেত্রী ৷ রজনিগন্ধা ও সূর্যমুখী ফুলে সেজে অপরুপা হয়ে উঠেন রুবেলের হবু বউ ৷ হাতে লালরঙা গাছকৌটো নিয়ে শাঁখা ও পলা বাঁধানো পরে বিশেষ আসনে বসে থাকা হবু কনেকে হলুদ লাগানো হয়েছে ৷ কনেও পোজ দিয়েছেন বেশ কয়েকটি ৷ এমন ভিডিয়ো পোস্ট করতেই কমেন্ট সেকশন ভরে দিয়েছেন নেটাগরিকরা ৷

এটা একটা 'ট্রায়াল রান', অঙ্কুশ-অন্দ্রিলার সাজে সেজে উঠলেন ফ্যাশন ডিজাইনার কী বললেন?

ABOUT THE AUTHOR

...view details