হায়দরাবাদ, 28 অগস্ট: হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর দক্ষিণী সিনেমার এক অন্ধকারময় সত্যি সামনে এসেছে ৷ মালয়লম বিনোদন জগতে একের পর এক অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ-যৌন হেনস্তার অভিযোগ আনছেন অভিনেত্রী-শিল্পীরা ৷ আবার কেরালা বিনোদন জগতেও শুরু হয়েছে 'মিটু' আন্দোলন ৷ এই পরিস্থিতিতে মেয়েদের সম্মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিনে দুনিয়ায় পুরুষতান্ত্রিক শাসন-শোষণের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী ৷
এদিন, সামাজিক মাধ্যমে অভিনেত্রী সেই সকল অভিনেত্রীদের কুর্নিশ জানিয়েছেন যাঁরা সাহস করে তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ শুধু তাই নয়, বিনোদন ইন্ডাষ্ট্রিতে মহিলাদের কীরকম পরিবেশে কাজ করতে হয়, তা নিয়েও উঠেছে প্রতিবাদ ৷ সেখানেও সমর্থন জানিয়েছেন স্বষ্ট বক্তা স্বরা ৷