ETV Bharat / entertainment

'সিরিয়াল কিসার উদিত নারায়ণ' ! ফের মহিলা অনুরাগীর ঠোঁটে চুমু, ভাইরাল ভিডিয়ো - UDIT NARAYAN KISSING VIDEO

ফের একবার চুমু বিতর্ক তাজা করলেন সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ ৷ কনসার্টে মহিলা অনুরাগীর গালে-ঠোঁটে চুমু ৷ 'চরিত্রহীন' বলে সরব নেটিজেনরা ৷

Udit Narayan's new kissing video
'সিরিয়াল কিসার উদিত' ! (ভিডিয়োর ছবি/এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 6, 2025, 5:04 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: বলিউডের লেজেন্ডারি গায়ক উদিত নারায়ণ 'চরিত্রহীন' ! গায়কের চুমু বিতর্কের আগুন এখনও নেভেনি ৷ তার মধ্যেই আরও একবার ঘৃতাহুতি উদিতের ৷ ফের একবার মহিলা অনুরাগীর গালে-ঠোঁটে চুমু খেলেন 'পাপা কহেতে হে' গায়ক ৷ নিমেষে নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো ৷ সমালোচনায় সরব নেটিজেনরা ৷

বৃহস্পতিবার সকাল থেকে নেটপাড়ায় একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ সেখানে দেখা গিয়েছে পাবলিক ইভেন্টে এক মহিলা অনুরাগীকে ঠোঁটে চুম্বন করছেন বর্ষীয়ান গায়ক ৷ এমন ভিডিয়ো সামনে আসতেই শুরু বিতর্ক ৷ তারকার চরিত্র ও শিক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

8 সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলা অনুরাগীরা ব্যস্ত হয়ে পড়েছেন সঙ্গীত শিল্পীর সঙ্গে সেলফি তোলার জন্য ৷ মঞ্চের নীচে দাড়িয়ে মহিলা ফ্যানেরা ৷ আর মঞ্চের ধারে উদিত ৷ সকলে মিলে চিৎকার করছেন মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন ৷ এরমধ্যেই সামনে থাকা এক মহিলা অনুরাগীকে আচমকা গালে চুমু খান উদিত ৷

সেখানেই ক্ষান্ত থাকেন না তিনি ৷ এরপর মহিলার কপালে ও ঠোঁটে পরপর কিস করেন সঙ্গীতশিল্পী ৷ এমন ভিডিয়োতে মহিলার প্রতিক্রিয়া দেখা না গেলেও নেটপাড়ায় চলছে জোর সমালোচনা ৷ অনেকে শিল্পীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আবার অনেকে গায়ককে ইমরান হাসমির সঙ্গে তুলনা করেছেন ৷

এটাই প্রথমবার নয় যখন সমালোচনার সম্মুখীন হয়েছেন উদিত নারায়ণ ৷ এর আগে টিপ টিপ বরসা পানি গানের সময় এক মহিলা অনুরাগীকে চুম্বন করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটপাড়ায় ৷ কিন্তু সেই সময় এক সাক্ষাৎকারে উদিত বলেন, "এটা আমার অনুরাগীদের সঙ্গে নিখাদ ভালোবাসা ও বন্ডিং ৷ আপনার যেটা দেখেন সেটা সো-কলড স্ক্যান্ডালাস ভিডিয়ো ৷ কিন্তু আমার অনুরাগীরা আমাকে ভালোবাসেন আর আমিও সেই ভালোবাসা ফিরিয়ে দিই ৷"

উদিতের এমন আচরণে সমর্থন জানান সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য ৷ তিনি এক সংবাদমাধ্যমে সাক্ষারকারে জানান, তিনি উদিত নারায়ণ ৷ মেয়েরা তাঁর কাছে যায় ৷ তিনি একজন বড় খিলাড়ি ৷ রোমান্টিক সিঙ্গার ৷ তিনি তাঁর সাফল্য উপভোগ করুন ৷ জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বিতর্কের পর নিজের স্বভাব বদলাবেন কি? প্রশ্ন নেটপাড়ায় ৷

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: বলিউডের লেজেন্ডারি গায়ক উদিত নারায়ণ 'চরিত্রহীন' ! গায়কের চুমু বিতর্কের আগুন এখনও নেভেনি ৷ তার মধ্যেই আরও একবার ঘৃতাহুতি উদিতের ৷ ফের একবার মহিলা অনুরাগীর গালে-ঠোঁটে চুমু খেলেন 'পাপা কহেতে হে' গায়ক ৷ নিমেষে নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো ৷ সমালোচনায় সরব নেটিজেনরা ৷

বৃহস্পতিবার সকাল থেকে নেটপাড়ায় একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ সেখানে দেখা গিয়েছে পাবলিক ইভেন্টে এক মহিলা অনুরাগীকে ঠোঁটে চুম্বন করছেন বর্ষীয়ান গায়ক ৷ এমন ভিডিয়ো সামনে আসতেই শুরু বিতর্ক ৷ তারকার চরিত্র ও শিক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

8 সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলা অনুরাগীরা ব্যস্ত হয়ে পড়েছেন সঙ্গীত শিল্পীর সঙ্গে সেলফি তোলার জন্য ৷ মঞ্চের নীচে দাড়িয়ে মহিলা ফ্যানেরা ৷ আর মঞ্চের ধারে উদিত ৷ সকলে মিলে চিৎকার করছেন মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন ৷ এরমধ্যেই সামনে থাকা এক মহিলা অনুরাগীকে আচমকা গালে চুমু খান উদিত ৷

সেখানেই ক্ষান্ত থাকেন না তিনি ৷ এরপর মহিলার কপালে ও ঠোঁটে পরপর কিস করেন সঙ্গীতশিল্পী ৷ এমন ভিডিয়োতে মহিলার প্রতিক্রিয়া দেখা না গেলেও নেটপাড়ায় চলছে জোর সমালোচনা ৷ অনেকে শিল্পীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আবার অনেকে গায়ককে ইমরান হাসমির সঙ্গে তুলনা করেছেন ৷

এটাই প্রথমবার নয় যখন সমালোচনার সম্মুখীন হয়েছেন উদিত নারায়ণ ৷ এর আগে টিপ টিপ বরসা পানি গানের সময় এক মহিলা অনুরাগীকে চুম্বন করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটপাড়ায় ৷ কিন্তু সেই সময় এক সাক্ষাৎকারে উদিত বলেন, "এটা আমার অনুরাগীদের সঙ্গে নিখাদ ভালোবাসা ও বন্ডিং ৷ আপনার যেটা দেখেন সেটা সো-কলড স্ক্যান্ডালাস ভিডিয়ো ৷ কিন্তু আমার অনুরাগীরা আমাকে ভালোবাসেন আর আমিও সেই ভালোবাসা ফিরিয়ে দিই ৷"

উদিতের এমন আচরণে সমর্থন জানান সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য ৷ তিনি এক সংবাদমাধ্যমে সাক্ষারকারে জানান, তিনি উদিত নারায়ণ ৷ মেয়েরা তাঁর কাছে যায় ৷ তিনি একজন বড় খিলাড়ি ৷ রোমান্টিক সিঙ্গার ৷ তিনি তাঁর সাফল্য উপভোগ করুন ৷ জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বিতর্কের পর নিজের স্বভাব বদলাবেন কি? প্রশ্ন নেটপাড়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.