কলকাতা, 9 অগস্ট: স্বাধীনতা দিবসে আসছে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি'। নাম ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ'র কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে 'বাবলি'। মূল গল্পের সঙ্গে ছবির তেমন পার্থক্য এখানে পাওয়া যাবে না জানিয়েছেন পরিচালক। এই ছবির জন্য শুভশ্রীকে দু'বার চেহারায় পরিবর্তন আনতে হয়েছে। বাবলি হতে আর কী কী মেনে চলেছেন অভিনেত্রী শুভশ্রী শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে ৷
তিনি বলেন, "ইয়ালিনি হওয়ার সময় থেকেই আমার ওজন বেড়েছিল ৷ মেয়ে হওয়ার পর ওজন কিছুটা কমে ৷ তখন রাজ পরিষ্কার জানিয়ে দেন, ওজন কমালে বাবলি চরিত্র পাব না ৷ তারপর আরও বেশি করে খাওয়া শুরু করি ৷ 5 কেজি ওজন বাড়াই ৷" আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রীর এটা প্রথম কাজ। তাই সেই নিয়েও বেশ উচ্ছ্বসিত নায়িকা। শুভশ্রী জানান, আবিরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ৷ ও ভীষণ মজাদার মানুষ ৷ সিম্পল আদ্যপ্রান্ত বাঙালি ৷ অভিনয়ের দিক থেকে ভীষণ টেকনিক্যাল ৷