পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'নষ্টারাই গড়বে দুনিয়া...বাপকেও ছাড়ে না পাপ!' প্রতিবাদ শুভশ্রীর, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে মত শ্রীলেখার - Kolkata Doctor Rape Murder case - KOLKATA DOCTOR RAPE MURDER CASE

RG kar Rape and Murder Incident: আরজি করের ঘটনায় রবিবারই ন্যায় বিচার চেয়ে পথে নামেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ এবার তিনি শাস্তি চেয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের লেখা কবিতা ৷ সুরক্ষার দিক থেকে অসফল মুখ্যমন্ত্রী মমতার সরকার, তোপ শ্রীলেখা মিত্রর ৷

RG kar Rape and Murder Incident
আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব শ্রীলেখা-শুভশ্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 19, 2024, 4:13 PM IST

হায়দরাবাদ, 19 অগস্ট: একসপ্তাহের বেশি কেটে গিয়েছে ৷ আরজি করের ঘটনায় এখনও সঠিক ন্যায় বিচার পাননি নির্যাতিতা ও তাঁর পরিবার ৷ ঘটনার প্রতিবাদে রঙ-দল ভুলে প্রতিবাদে সরব হয়েছেন সিনে তারকারা ৷ সোমবার সোশাল মিডিয়ায় কবিতা লিখে প্রতিবাদ জানালেন 'বাবলি' অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী হিসাবে 'ফেল' করেছে মুখ্যমন্ত্রী মমতার সরকার ৷ সোশাল মিডিয়ায় কটাক্ষ অভিনেত্রী শ্রীলেখা মিত্রর ৷

এদিন শুভশ্রী সোশাল মিডিয়ায় লেখেন, "শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!! থাকব না আর নিয়মে বাঁধা. মানব না কোনও রীতি ৷ সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের? ওরা তা'হলে করবে কী? নিয়মে এবার বাঁধবো ওদের, যার কুড়ে কুড়ে খেয়েছে মোদের ৷"

এরপর অভিনেত্রী লেখেন, "অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ ৷ তাই নেই কোনও অনুতাপ ৷ তাই তো ফেসবুকে পোস্ট-এর বন্যা, আমরা না কি 'পতিতা'! আমরা না কি 'নষ্টা'! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!"

এদিন ভিডিয়ো বার্তায় শ্রীলেখা জানান, রবিবার যেভাবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, মহামেডান দলের সমর্থকরা মিলিত হয়ে জাস্টিস চেয়ে প্রতিবাদ করেছে অভিনব ৷ তিনি বলেন, "এটা ইতিহাস হয়ে রইল ৷ আমি আগে কখনও দেখিনি ৷ সিস্টেমের বিরুদ্ধে হাজার হাজার মানুষের রাগ-ক্ষোভ ফেটে বেরোচ্ছে ৷ শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী হিসাবে ফেল করেছেন ৷"

এরপর মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ বাতিল হওয়া প্রসঙ্গে অভিনেত্রী মনে করছেন শাসক দল কোথাও ভয় পেয়েছে ৷ তাই হয়তো এই ম্যাচ বাতিল করা হয়েছে ৷ কিন্তু যেভাবে সকলকে প্রতিবাদ করছেন তা কুর্নিশ করার মতোই ৷ অভিনেত্রী শ্রীলেখা বলেন, "একটা মৃত্যুকে এইভাবে মানুষের জ্বলে ওঠা আমি দেখিনি ৷ মানুষকে আমার ধন্যবাদ ৷ এই প্রতিবাদ সত্ত্বাটা যেন মানুষের থাকে ৷ এই সত্ত্বা যেন হারিয়ে না যায় ৷"

ABOUT THE AUTHOR

...view details