হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: মাত্র 34 দিন! আর তাতেই ভারতীয় বক্সঅফিসে ইতিহাস তৈরি করল শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী 2' ৷ ডোমেস্টিক বক্সঅফিসে 560 কোটি টাকার বেশি আয় করে হিন্দি ছবি হিসাবে এক নম্বর জায়গা দখল করে নিল এই ছবি ৷ 2018 সালে মুক্তি পাওয়া 'স্ত্রী' ছবির সিক্যুয়েল এইভাবে পুরুষতান্ত্রিক ছবিকে হার মানাবে তা কেউই ভাবতে পারেনি ৷ রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ও শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবিকে ধুলোয় উড়িয়ে দিল একজন 'স্ত্রী' ৷
বুধবার নির্মাতাদের তরফে খুশির খবর শেয়ার করা হয় সোশাল মিডিয়ায় ৷ ইন্সটাগ্রাম ক্যাপশনে উঠে আসে, "বো স্ত্রী হ্যায় অউর উসনে আখির কর দিখায়া ৷ হিন্দুস্তান কি সব সে সর্বশ্রেষ্ঠ নম্বর 1 হিন্দি ফিল্ম অফ অল টাইম ৷ ইয়ে ইতিহাস হামারে সাথ রচনে কে লিয়ে সব ফ্যানস কো বহুত বহুত ধন্যবাদ ৷" এর বাংলা করলে দাঁড়ায়, "ও আসলে স্ত্রী, আর ও করে দেখালো ৷ এখনও পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ এক নম্বর ছবি ৷ এই ইতিহাস আমাদের সঙ্গে তৈরি করার জন্য সকল অনুরাগীদের ধন্যবাদ ৷" এরপরেই লেখা হয়, 'স্ত্রী 2' সাফল্যের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে ৷ সিনেমা দেখুন আরও নতুন নতুন রেকর্ড তৈরি করুন ৷
15 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানার এই ছবি ৷ বক্সঅফিসে ইন্ডাস্ট্রির হিরোদের ছবি পিছনে ফেলে নতুন নতুন রেকর্ড তৈরি করে 'স্ত্রী 2' ৷ প্রথম দিনেই ছবির ঘরে আসে 55.4 কোটি টাকা ৷ এক সপ্তাহে সেই অঙ্ক ছুঁয়ে যায় 204 কোটি টাকায় ৷ পাঁচ সপ্তাহে সেই কালেকশন ছুঁয়েছে 560.35 কোটি টাকায় ৷ পঞ্চম মঙ্গলবার ছবির আয় হয়েছে 2.5 কোটি টাকা ৷ ফলে এখন ডোমেস্টিক বক্সঅফিসে 'স্ত্রী 2' ঢুকতে চলেছে 600 কোটির ঘরে ৷
একনজরে ডোমেস্টিক বক্সঅফিসে হিন্দি টপ 7 ছবি
1. স্ত্রী 2- 583.30 কোটি টাকা।