পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কিং খানকে মাত শ্রদ্ধার, 'স্ত্রী 2'র সাফল্যে পিছিয়ে পড়ল শাহরুখের ছবি - Stree 2 beat Jawan - STREE 2 BEAT JAWAN

Stree 2 beats Jawan: শাহরুখ খানকে টেক্কা দিলেন শ্রদ্ধা কাপুর ৷ ডোমেস্টিক বক্সঅফিসে 'জওয়ান' ছবির রেকর্ড ভাঙল অমর কৌশিক পরিচালিত রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷

Stree 2 beats Jawan
'স্ত্রী 2'র সাফল্যে পিছিয়ে পড়ল শাহরুখের ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 17, 2024, 5:58 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর:বক্সঅফিসে এখনও ম্যাজিক তৈরি করে চলেছে স্ত্রী 2 ৷ ভেঙেই চলেছে খানেদের রেকর্ড ৷ শাহরুখ খানের রেকর্ড ভেঙে দিল অমর কৌশিক পরিচালিত, রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2 ৷ বক্সঅফিসে শাহরুখ খানের বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি 'জওয়ান'-কে ছাড়িয়ে গিয়েছে এই ছবি। 2023 সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ছবি 'জওয়ান'-এর ডোমেস্টিক মোট আয়ের রেকর্ড ভেঙেছে 'স্ত্রী 2'।

শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত হরর কমেডি ফিল্ম 'স্ত্রী 2' 15 অগস্ট মুক্তি পেয়েছে। প্রথম দিনেই ছবির আয় হয় 60 কোটি টাকা ৷ বিশ্বব্যাপী বক্সঅফিসে ছবির আয় 800 কোটি টাকা ছাড়িয়েছে। ভারতে 'জওয়ান' ছবির মোট কালেকশন ছিল 583 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে 'স্ত্রী 2' আয় করে ফেলেছে 583.30 কোটি টাকা ৷

এর ফলে 'স্ত্রী 2' ডোমেস্টিক বক্সঅফিসে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে। 'জওয়ান' ভারতে সমস্ত ভাষায় 640.25 কোটি টাকার ব্যবসা করেছে ৷ শুধুমাত্র হিন্দি ভাষায় এই ছবির আয় ছিল 582.31 কোটি টাকা ৷ 'জওয়ান'-এর বিশ্বব্যাপী আয় 1 হাজার 160 কোটি টাকা। একই সময়ে, 33 দিনে 'স্ত্রী 2'-এর ছবিটির ভারতে মোট আয় গিয়ে দাঁড়াল 665.75 কোটি টাকা ৷ বিদেশে আয় করেছে 130 কোটি টাকা। 33 তম দিনে ছবির আয় হয়েছে 3 কোটি টাকা ৷

ডোমেস্টিক কালেকশনের দিক থেকে কার কোথায় অবস্থান

1. স্ত্রী 2- 583.30 কোটি টাকা

2. জওয়ান - 583 কোটি টাকা

3. অ্যানিম্যাল- 556 কোটি টাকা

4. পাঠান- 543.05 কোটি টাকা

5. গদর 2- 525.7 কোটি টাকা

6. বাহুবলী 2- 510.99 কোটি টাকা

7. কেজিএফ-2- 434.70 কোটি টাকা

ABOUT THE AUTHOR

...view details