হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর:বক্সঅফিসে এখনও ম্যাজিক তৈরি করে চলেছে স্ত্রী 2 ৷ ভেঙেই চলেছে খানেদের রেকর্ড ৷ শাহরুখ খানের রেকর্ড ভেঙে দিল অমর কৌশিক পরিচালিত, রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2 ৷ বক্সঅফিসে শাহরুখ খানের বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি 'জওয়ান'-কে ছাড়িয়ে গিয়েছে এই ছবি। 2023 সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ছবি 'জওয়ান'-এর ডোমেস্টিক মোট আয়ের রেকর্ড ভেঙেছে 'স্ত্রী 2'।
শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত হরর কমেডি ফিল্ম 'স্ত্রী 2' 15 অগস্ট মুক্তি পেয়েছে। প্রথম দিনেই ছবির আয় হয় 60 কোটি টাকা ৷ বিশ্বব্যাপী বক্সঅফিসে ছবির আয় 800 কোটি টাকা ছাড়িয়েছে। ভারতে 'জওয়ান' ছবির মোট কালেকশন ছিল 583 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে 'স্ত্রী 2' আয় করে ফেলেছে 583.30 কোটি টাকা ৷