পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

20 বছর পর এখনও ডেটে গিয়ে কী করেন অক্ষয়, গোপন তথ্য ফাঁস স্ত্রী টুইঙ্কলের - Twinkle Khanna - TWINKLE KHANNA

Akshay-Twinkle Date Night: 20 বছর হয়ে গেল, সংসার করছেন পাওয়ার কাপল অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না ৷ এখনও স্ত্রীকে ডেটে নিয়ে যান 'বড়ে মিয়াঁ’ ৷ মঙ্গলবার রাতে সেরকমই এক ডেট নাইটের ছবি শেয়ার করেছেন টুইঙ্কল ৷ যাতে তিনি দাম্পত্যের গোপন তথ্য ফাঁস করলেন ৷

Akshay Twinkle Date Night
Akshay Twinkle Date Night

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 11:26 AM IST

হায়দরাবাদ, 3 এপ্রিল: বলিউডের অন্যতম পাওয়ার কাপল বললে প্রথম সারিতেই নাম আসে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার । একে ওপরের থেকে সম্পূর্ণ আলাদা দু’টি মানুষ ৷ অথচ তাঁরা একসঙ্গে কাটিয়ে দিলেন 20 বছরের বেশি সময় ৷ সোশাল মিডিয়ায় প্রায়শই সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করেন এই দম্পতি ৷ তাঁদের মিষ্টি রসায়নের ছবি ও ভিডিয়ো বেশ পছন্দ করেন অনুরাগীরাও ৷ টুইঙ্কল স্বামীর একাধিক গুনের বিষয়ে ইনস্টাগ্রাম পোস্ট করে থাকেন ৷ সম্প্রতি অক্ষয়ের এরকম একটি গুনের কথা সোশাল মিডিয়ায় তুলে ধরলেন টুইঙ্কল, যা তাঁদের সম্পর্ককে আরও মজবুত করে ৷

মঙ্গলবার ডেটে গিয়েছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না ৷ অক্ষয়ের সঙ্গে সেই ডেট নাইটের ছবি শেয়ার করেছেন টুইঙ্কল ৷ সেলফিতে দু'জনকে প্রাণ খুলে হাসতে দেখা গিয়েছে ৷ ছবির সঙ্গেই টুইঙ্কল লিখেছেন, "2 দশক পরেও ও এখনও ডেটে নিয়ে গিয়ে আমাকে হাসায় ।" ছবিতে বলিউডের অ্যাকশন হিরোকে একটি কালো রঙের শার্ট পরতে দেখা গিয়েছে ৷ টুইঙ্কলের পরনে শাড়ি, হালকা মেকআপ, যাতে তাঁকে অত্যন্ত সুন্দর লাগছিল । অক্ষয়ের বুকে মাথা দিয়ে ডেট নাইটে সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন দু'জনে ।

অক্ষয়ের জন্য টুইঙ্কল খান্নার মিষ্টি বার্তা

এই দম্পতি যে খুব মজাদার, তা সকলেরই জানা ৷ বিভিন্ন সময়ে তাঁদের একে ওপরকে নিয়ে মজাদার পোস্ট করতে দেখা যায় ৷ তবে অভিনেত্রী থেকে লেখক হয়ে ওঠার পিছনে অক্ষয়ের ভূমিকার সবসময়ই প্রশংসা করেন টুইঙ্কল ৷ বাদ যান না অক্ষয়ও ৷ তিনিও স্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন ৷ তবে তাঁদের টক-ঝাল মিষ্টি সম্পর্কই বলিউডের সেরা দম্পতির মধ্যে একটি করে তোলে ৷

অভিনয় থেকে অনেকদিন আগেই ছুটি নিয়ে বই লেখায় মন দিয়েছেন টুইঙ্কল খান্না ৷ অন্যদিকে একের পর হিট ছবি উপহার দিয়ে চলেছেন অক্ষয় ৷ সামনেই তাঁর টাইগার শ্রফের সঙ্গে 'বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ' ছবিটি মুক্তি পাবে ৷ যার জন্য তিনি এখন প্রচারে ব্যস্ত । এর পাশাপাশি অক্ষয়ের ঝুলিতে রয়েছে 'সারফিরা', 'সিংঘম এগেইন', 'স্কাই ফোর্স' এবং 'ওয়েলকাম টু দ্য জঙ্গলে'র মতো ছবি ।

আরও পড়ুন:

  1. বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর স্টাইলে অক্ষয়কে এপ্রিল ফুল করলেন টাইগার শ্রফ
  2. ফাগুন হাওয়ার 'আলাপ' মিমি-আবিরের, লাগল কী জীবনে রঙ?
  3. জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার

ABOUT THE AUTHOR

...view details