হায়দরাবাদ, 3 এপ্রিল: বলিউডের অন্যতম পাওয়ার কাপল বললে প্রথম সারিতেই নাম আসে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার । একে ওপরের থেকে সম্পূর্ণ আলাদা দু’টি মানুষ ৷ অথচ তাঁরা একসঙ্গে কাটিয়ে দিলেন 20 বছরের বেশি সময় ৷ সোশাল মিডিয়ায় প্রায়শই সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করেন এই দম্পতি ৷ তাঁদের মিষ্টি রসায়নের ছবি ও ভিডিয়ো বেশ পছন্দ করেন অনুরাগীরাও ৷ টুইঙ্কল স্বামীর একাধিক গুনের বিষয়ে ইনস্টাগ্রাম পোস্ট করে থাকেন ৷ সম্প্রতি অক্ষয়ের এরকম একটি গুনের কথা সোশাল মিডিয়ায় তুলে ধরলেন টুইঙ্কল, যা তাঁদের সম্পর্ককে আরও মজবুত করে ৷
মঙ্গলবার ডেটে গিয়েছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না ৷ অক্ষয়ের সঙ্গে সেই ডেট নাইটের ছবি শেয়ার করেছেন টুইঙ্কল ৷ সেলফিতে দু'জনকে প্রাণ খুলে হাসতে দেখা গিয়েছে ৷ ছবির সঙ্গেই টুইঙ্কল লিখেছেন, "2 দশক পরেও ও এখনও ডেটে নিয়ে গিয়ে আমাকে হাসায় ।" ছবিতে বলিউডের অ্যাকশন হিরোকে একটি কালো রঙের শার্ট পরতে দেখা গিয়েছে ৷ টুইঙ্কলের পরনে শাড়ি, হালকা মেকআপ, যাতে তাঁকে অত্যন্ত সুন্দর লাগছিল । অক্ষয়ের বুকে মাথা দিয়ে ডেট নাইটে সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন দু'জনে ।