পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ঋত্বিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সৃজনী! মন পুড়ছে কার? - Anandi Bengali Serial

Srijani on Anandi Bengali Serial: 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের 'সাত্যকি' আর 'উর্মি' আবারও ফিরছেন পর্দায় ৷ তবে এবার নতুন গল্প 'আনন্দী'তে ৷ ধারাবাহিকে তাঁদের মাঝে জায়গা খুঁজতে আসছে তিতির নামেরও একটি চরিত্র ৷ বিশদে খোঁজ নিল ইটিভি ভারত ৷

Srijani on Anandi Bengali Serial
ঋত্বিক-সৃজনী একসঙ্গে ধারাবাহিকের পর্দায় (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 25, 2024, 2:57 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী সৃজনী মিত্র ! টলিপাড়ায় এমনটাই গুঞ্জন ৷ ফ্লোরেই নাকি সবার সামনে ঋত্বিককে জড়িয়ে ধরেন সৃজনী! ঋত্বিক তো মুখ লুকোনোর জায়গা খুঁজতে জেরবার। কলেজ জীবনের পুরনো প্রেমকে অনেকদিন পর কাছে পেয়ে নিজেকে সামাল দিতে পারছেন না সৃজনী।..

ভাবছেন তো এই প্রেম তো জমে ক্ষীর ৷ তাহলে দাঁড়ান মশাই ৷ পুরো ঘটনাই ঘটছে অনস্ক্রিনে ৷ সবটাই ঘটেছে 'আনন্দী' ধারাবাহিকের দৌলতে শুটিং ফ্লোরে। 'আনন্দী' ধারাবাহিকে ঋত্বিকের বন্ধুর চরিত্রে দেখা যাবে সৃজনী মিত্রকে। দুজনেই ডাক্তার। সেই ডাক্তার তথা বন্ধুর প্রেমে পড়তে দেখা যাবে সৃজনীকে ৷ ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম তিতির ৷ মনে মনে যে ভালোবাসে ঋত্বিককে অর্থাৎ পর্দার আদিদেব লাহিড়ীকে ৷

এটি ত্রিকোণ প্রেমের গল্প? (PR handout)

সৃজনী ইটিভি ভারতকে বলেন, "তিতির এমনিতে ভালো। মিষ্টি মেয়ে। কিন্তু হিরোকে কেউ দেখলে, পছন্দ করলে সে সহ্য করতে পারে না। হিরোকে সে সাংঘাতিক ভালোবাসে। এরকমই একটা চরিত্র আমার। তবে, ডাক্তারের চরিত্রে এই প্রথম "
উল্লেখ্য, যে সময়ে সৃজনী মিত্র ডাক্তারের চরিত্র পেলেন সেই সময়ে ডাক্তারদের আন্দোলন এক ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্রে রেখে।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "যে জঘন্য ঘটনাটা ঘটেছে এর প্রতিবাদ জানাই সবার আগে। এটা শুধু হাসপাতালে নয় যে কোনও পেশার মানুষের সঙ্গে ঘটতে পারে। কেন না যে পাশবিকতার পরিচয় আমরা পেলাম। তাতে আর বিশ্বাস নেই মানুষের উপরে। আমরা বিচার চাই। আর এই চরিত্রটা কাকতালীয়ভাবেই আসা। তবে, অনুভব করার মতো একটা চরিত্র ৷ যে চরিত্রটি একাধারে ডাক্তার, অন্যদিকে নিজের ভালোবাসার ব্যাপারে সৎ ৷ বাকিটা তো সময় বলবে ৷ কেন না গল্পে নায়িকা আছেন। আমি হিরোকে ভালোবাসি। হিরোর আমার প্রতি কোনও ফিলিংস আছে কি না সেটা জানতে সময় দিতে হবে 'আনন্দী'কে।"

টলিপাড়াতে একের পর এক নারী নিগ্রহের খবর সামনে আসছে। নতুন এবং পুরনো খবর মিলিয়ে। এরকম ঘটনার সম্মখীন কি হতে হয়েছে কখনও? সৃজনী বলেন, "জোড়ালোভাবে নয়। তবে দশটা কাজের মধ্যে পাঁচটা কাজে কিছু অন্য আবদার এসেছে ৷ সেগুলো বুদ্ধিমত্তা দিয়ে কীভাবে পাশ কাটাতে হয় শিখতে হয়েছে বা পাশ কাটাতে পেরেছি । আর এখন কীভাবে নিজেকে সামলে নিয়ে চলতে হয় এই ব্যাপারে বেশ পাকাপোক্ত আমি। তবে, যাদের এরকম মানসিকতা তাদের নিজেদেরকে শোধরানো উচিত।" কবে থেকে তিতিরকে দেখা যাবে? সৃজনী বলেন, "আরও দিন দুয়েক পর থেকে ।"

ABOUT THE AUTHOR

...view details