হায়দরাবাদ, 12 এপ্রিল: সোশাল মিডিয়ার দৌলতে অভিনেতা-অভিনেত্রীদের সবকিছুতেই নজর রাখেন অনুরাগীরা ৷ বিগত কয়েক মাস ধরেই জনপ্রিয়তার নিরিখে প্রথমদিকে রয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ ৷ জীবনের ছোট ছোট মুহূর্তকে শ্রীময়ী ভাগ করে নেন সোশাল মিডিয়ায় ৷ বৃহস্পতিবার রাতের একটি ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শ্রীময়ী ৷ রাতে তাঁর ঘুম আসছিল না ৷ তার জন্য স্বামী কাঞ্চন কী করলেন, তাই জানিয়েছেন শ্রীময়ী ৷
তিনি ভিডিয়ো করে বলেন, "কাঞ্চন কী করছে ? আমাকে গল্প পড়ে শোনাচ্ছে ৷ রাতের বেলা ঘুম আসছে না, তাই গল্প পড়ে শোনাচ্ছে ৷" তবে সেখানে শুধু শ্রীময়ী শ্রোতা ছিলেন না ৷ কাঞ্চনের গল্প শুনতে উপস্থিত ছিলেন পরিবারের ছোট দুই সদস্যও ৷ তারাও জানান, কাকা গল্প শোনাচ্ছে ৷ এরপরই ক্যামেরা নিয়ে যাওয়া হয় কাঞ্চনের কাছে ৷ শ্রীময়ী আদুরে গলায় প্রশ্ন করেন, "কী করছো?" কাঞ্চন উত্তর দেন, "তোমাকে গল্প পড়ে শোনাচ্ছি ৷" এই কথা শুনে ক্যামেরার পিছন থেকে শ্রীময়ী বলে বসেন. কী প্রেম তোমার আমার প্রতি ৷ রাত একটার সময় গল্পের বই পড়ে শোনাচ্ছে ৷ কারণ বউয়ের ঘুম আসছে না ৷
প্রসঙ্গত, 2 মার্চ সাত পাঁকে বাধা পড়েন কাঞ্চন-শ্রীময়ী ৷ এর আগে ভ্যালেন্টাইনস দিবসে আইনী বিয়ে সারেন ৷ সামাজিক রীতি মেনে বিয়ে করেন 2 তারিখ ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেন অভিনেতা-অভিনেত্রী ৷ কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় বিয়ে ৷ এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয় কাঞ্চন-শ্রীময়ীকে ৷ এমনকী, রিসেপশনে গাড়ির চালক ও সাংবাদিকদের প্রবেশ নিষেধের মতো বোর্ড টাঙিয়েও সমালোচনার মুখে পড়েন তাঁরা ৷ অবশ্য পরবর্তী সময়ে ক্ষমাও চেয়ে নেন সোশাল মিডিয়ায় ৷