পশ্চিমবঙ্গ

west bengal

কোচিতে কী হয়েছিল শ্রীলেখার সঙ্গে, মুখ খুললেন অন্যতম সাক্ষী - Sreelekha Mitra Sexual Assault Case

By ETV Bharat Entertainment Team

Published : Aug 30, 2024, 5:39 PM IST

Sreelekha Mitra Sexual Assault Case Against Ranjith: পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন শ্রীলেখা মিত্র ৷ অন্যতম সাক্ষীকে জিজ্ঞাসাবাদ সিটের তদন্তকারী দলের ৷ 10 সেপ্টেম্বর কোচি যাওয়ার কথা অভিনেত্রীর ৷

Sreelekha Mitra Sexual Assault Case Against Ranjith
শ্রীলেখা মিত্রের অভিযোগের ভিত্তিতে শুরু তদন্ত (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 30 অগস্ট:অভিনেত্রীদের একের পর যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে জেরবার মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রি ৷ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অভিযোগের ভিত্তিতে পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত ৷ গঠিত হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) ৷ রঞ্জিত কাণ্ডে শুক্রবার তদন্তকারীদের মুখোমুখি হলেন পরিচালক জোশি জোসেফ ৷ অভিনেত্রীর বয়ান অনুযায়ী, জোশিকে তিনি পুরো ঘটনা পরেরদিন জানিয়েছিলেন ৷ তারপরেই জোশিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা ৷

এদিন তদন্তকারী দল এর্নাকুলামের কাছে জোশির বাড়িতে পৌঁছে তাঁর বক্তব্য রেকর্ড করে। এক সংবাদ সংস্থাকে জোশি জানিয়েছেন যে, ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান রাখার আগে তিনি তদন্তকারীদলকে সেই সময়ের ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন ৷ তিনি বর্তমানে ফিল্ম ইন্ডাষ্ট্রিতে চলা সমস্যার কথা স্বীকার করেছেন ৷ তিনি বলেন, "স্পেশাল ইনভেস্টিগেশন টিম আমার বাড়িতে আসে ৷ প্রায় তিন ঘণ্টা তাঁদের সঙ্গে কথা হয়েছে ৷ ভারতীয় ন্যায় সংহিতার 161 ধারা অনুযায়ী আমি সবিস্তারে সব কিছু জানিয়েছি ৷ ধারা 164 অনুযায়ী আমি ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান পেশ করব ৷"

তিনি আরও বলেন, "তদন্তের জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্র 10 সেপ্টেম্বর আসছেন এখানে ৷ মালয়ালম ফিল্ম ইন্ডাষ্ট্রি সত্যিই আজ সংকটের মধ্যে রয়েছে ৷ আমাদেরকে অভিযুক্ত করা হচ্ছে ৷" ইতিমধ্যেই শ্রীলেখা কোচি সিটি পুলিশের কাছে নিজের অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি জানিয়েছেন, 2009 সালে পালেরিমানিক্কম ছবিতে একটি চরিত্রের জন্য ডাক পড়েছিল অভিনেত্রীর ৷ কোচির কালুর কাদাভান্ত্রা এলাকায় একটি ফ্ল্যাটে গেটটুগেদারের ব্যবস্থা করা হয়েছিল ৷ সেখানেই পরিচালক রঞ্জিত অভিনেত্রীকে খারাপভাবে স্পর্শ করেছিল বলে অভিযোগ ওঠে ৷ এই ঘটনা পরেরদিন সকালে জোশিকে জানিয়েছিলেন বলে দাবি শ্রীলেখার ৷ কিন্তু সেই সময় কোনও রকম আইনি পদক্ষেপ নিতে পারেননি অভিনেত্রী ৷

হেমা কমিটির রিপোর্ট আসার পরেই সরব হন শ্রীলেখা ৷ সামনে আসে শুধু শ্রীলেখা নন, এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা এই বিনোদন জগতে নানা ভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন ৷ এরপরেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তদন্ত কমিটি গঠন করেন ৷ তারপরেই বিভিন্ন যৌন হেনস্তার অভিযোগের তদন্ত শুরু করেছে সিট ৷

ABOUT THE AUTHOR

...view details