কলকাতা, 10 মে:কিশোর কুমার থেকে রাহুল দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায় এমনকী কুমার শানু ৷ আছে এ রকম আরও অনেক নাম ৷ যাঁরা সুরের হাত ধরে পা রেখেছেন বলিউডে । সমৃদ্ধ করেছেন টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিকে । এ বার ফের আরেক বাংলার ছেলের বলিউড যাত্রা । কলকাতার ছেলে অনুরাগ হালদারের সুরে এ বার গান গাইলেন সোনু নিগম ও কৈলাশ খের । আপ্লুত সোনু নিগম থেকে কৈলাশ খের ।
আসছে নতুন হিন্দি ছবি 'মা কালী'। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাইমা সেন এবং অভিষেক সিংকে । পুরোপুরি ভিন্ন ধরনের গল্পে দেখা যাবে রাইমা সেনকে । আর সেখানেই বাংলার ছেলে অনুরাগ হালদারের সঙ্গীত পরিচালনায় আসছে তাবড় তাবড় শিল্পীর গান ।
কলকাতা শহরে জন্ম হলেও মুম্বইয়ের নানা প্রজেক্টে কাজ করেছেন শিল্পী অনুরাগ হালদার । 'মা কালী'-তে থাকছে তিনটি আলাদা ধরনের গান । যেখানে গান গেয়েছেন মুম্বইয়ের খ্যাতনামা তিনজন শিল্পী । প্রথম গান 'ভারত মা' গেয়েছেন কৈলাশ খের, দ্বিতীয় গান 'ফাগুন হাওয়ায়' গেয়েছেন সোনু নিগম ও অনুরাগ হালদার, তৃতীয় গান 'সাইয়াঁ ভে' গানটি গেয়েছেন অনুরাগ হালদার । তিনটি গানেরই সঙ্গীত পরিচালক অনুরাগ হালদার ।
সঙ্গীত পরিচালক অনুরাগ হালদার বলেন, "এই ছবিতে সোনু নিগম ও কৈলাশ খের স্যারের সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা । ছবির কনসেপ্টের সঙ্গে গানগুলো খুব মানানসই ভাবে তৈরি করা হয়েছে । আশা করছি গানগুলো খুব ভালো লাগবে দর্শকদের ৷"